প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৮ মে, ২০২১

গাজায় ইসরায়েলি ‘বোমাবৃষ্টি’ চলছেই, মৃত্যু বেড়ে ২০০

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান থেকে বৃষ্টির মতো বোমা হামলা চলছেই। গতকাল সোমবার দিনভর বোমায় নিহত হয়েছে এক ডজনের বেশি মানুষ। এ নিয়ে গত সাত-আট দিনের হামলায় প্রাণহানির সংখ্যা হয়েছে ২০০। প্রাণহানির পাশাপাশি ভবনের পর ভবন ধসে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা শহর। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা সর্বশেষ হামলায় গাজায় আন্দোলনরত গোষ্ঠী হামাসের কয়েক কিলোমিটার লম্বা গোপন টানেল ধ্বংস করে দিয়েছে। এদিকে ইসরায়েলি নৃশংসতায় ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ বাড়ছে, দাবি উঠেছে যুদ্ধবিরতির। গতকাল জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মারকেল ফোন করে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজায় অভিযান বন্ধ করতে বলেছেন। তাছাড়া আনুষ্ঠানিক

নিন্দা-বিবৃতি না দিলেও গাজায় হামলা বন্ধ করতে বলেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদের বৈঠকে নৃশংসতার নিন্দা জানিয়েছে চীন ও ভারত। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরা অনলাইনের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার ইসরায়েল-গাজার লড়াই দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। এদিন ভোররাতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজা সিটির বেশ কয়েকটি এলাকায় ৮০ বার বিমান হামলা চালিয়েছে। হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এক পশলা রকেট ছোড়ার পর এসব হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যরাতের একটু পর ইসরায়েলের বীরশেবা ও আশকেলন শহরে গাজা থেকে রকেট হামলা চালানোর পর তাদের জঙ্গি বিমানগুলো ‘সন্ত্রাসীদের লক্ষ্যে’ আঘাত হেনেছে। বিবৃতিতে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, ‘ভোররাতের দিকে ২০ মিনিটের অভিযানে অংশ নেয় ৫৩টি যুদ্ধবিমান। এ অভিযানে হামাসের ৩৫টি লক্ষ্যবস্তু বা স্থাপনা ধ্বংস করা হয়েছে। এরমধ্যে একটি গোপন টানেল ধ্বংস করা হয়েছে; যা ১৫ কিলোমিটার লম্বা।’

ইসরায়েলি সেনাবাহিনী আরো দাবি করেছে, তাদের সোমবারের অভিযানে ইসলামিক জিহাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহতের নাম হুসাম আবু হারবীদ। এক বিবৃতিতে তারা বলেছে, ইসরায়েলের সাধারণ নাগরিকদের হত্যার উদ্দেশে একাধিক সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিলেন হারবীদ। তাই ওই পরিকল্পনা নষ্ট করতেই হামলা চালানো হয়েছে।

গাজার কর্মকর্তারা জানিয়েছেন, গত ১০ মে থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ১৯৮ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে ৫৮ শিশু রয়েছে। এরমধ্যে রবিবার এক দিনেই দেড় শতাধিক বোমা হামলায় প্রাণ হারিয়েছে ৪৩ জন ফিলিস্তিনি। এ ছাড়া গত এক সপ্তাহের হামলায় আহত ও পঙ্গু হয়েছে আরো দেড় হাজারের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাসের হামলায় ইসরায়েলে এক সেনাসহ ১০ জন নিহত হয়।

ইসরায়েল যুদ্ধাপরাধ করছে অ্যামনেস্টি : গাজায় ইসরায়েলি নৃশংসতার নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলেছে, ‘বর্তমানে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যেভাবে বিমান ও রকেট হামলা চালাচ্ছে তাতে তারা যুদ্ধাপরাধ করছে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার উপ-আঞ্চলিক পরিচালক সালেহ হিজাজি বলেন, ২০১৪ সাল থেকে ফিলিস্তিনি অঞ্চলের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে তদন্ত খোলা রয়েছে। ইসরায়েলি বাহিনীর আল জাজিরার অফিসে বোমা হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে একটি পত্রিকা অফিসে হামলা চালানো অসামঞ্জস্যপূর্ণ। এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ আক্রমণ যুদ্ধাপরাধের সমান। আমরা আইসিসিকে এ ঘটনা খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।’

গাজায় এত মৃত্যুর নিন্দা রাশিয়ার : চলমান ইসরায়েল-ফিলিস্তিন সহিংসতা গাজায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটির মুখপাত্র ডিমিত্রি পেসকোভ বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। এত হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। যেকোনো মূল্যেই এ সহিংসতা বন্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।’

এ সময় তিনি আন্তর্জাতিক মিডিয়া ভবনে হামলার ঘটনা তুলে ধরে বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের এই সংঘাত রাশিয়া ও মধ্যপ্রাচ্যের জন্যও হুমকি। কারণ এ অঞ্চলে ধর্মীয় দ্বন্দ্ব প্রকট। তাছাড়া পারস্পরিক আস্থার অভাব ও নিরাপত্তা ব্যবস্থায় শক্তিশালী না। কাজেই এ ধরনের সংঘাত কখনোই হতে দেওয়া উচিত না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close