নিজস্ব প্রতিবেদক

  ০৯ মার্চ, ২০২১

টিকা নিলেন আরো ১,১৭,১৪৮ জন

দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধী টিকা নিয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ৬ ঘণ্টায় তারা টিকা নেন। এ নিয়ে দেশে গতকাল পর্যন্ত টিকা নিলেন মোট ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৩ হাজার ২১১ আর নারী ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে মাথাব্যথা, গলাব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮৫৯ জনের। গতকাল বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন। গত রাতে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য মতে, গতকাল যারা কোভিড-১৯ প্রতিরোধী টিকা নিয়েছেন তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ এবং নারী ৪১ হাজার ৭৭০ জন। তাদের মধ্যে মাত্র ১১ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গতকাল যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে আছেন ঢাকা বিভাগে ৩৭ হাজার ৯৬৭, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ২৬৬, চট্টগ্রাম বিভাগে ১৯ হাজার ৫৬৮, রাজশাহী বিভাগে ১২ হাজার ৮০৭, রংপুর বিভাগে ১১ হাজার ৮১৩, খুলনা বিভাগে ২১ হাজার ৯, বরিশাল বিভাগে ৪ হাজার ৮০৬ এবং সিলেট বিভাগে ৩ হাজার ৯১২ জন।

ঢাকা বিভাগের মধ্যে ঢাকা মহানগরে গতকাল টিকা নিয়েছেন ২১ হাজার ৪৭ জন। এদের মধ্যে পুরুষ ১৩ হাজার ২৫৫ এবং নারী ৭ হাজার ৭৯২ জন।

গত রবিবার দেশে টিকা নিয়েছিলেন ১ লাখ ৭ হাজার ২০০ জন। দেশে গতকাল পর্যন্ত মোট যতজন টিকা নিয়েছেন তাদের মধ্যে আছেন ঢাকা বিভাগে ১২ লাখ ২৭ হাজার ৪৬৫, ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৬৪ হাজার ৩৮২, চট্টগ্রাম বিভাগে ৮ লাখ ২৪ হাজার ৭২, রাজশাহী বিভাগে ৪ লাখ ২৩ হাজার ২৮৭, রংপুর বিভাগে ৩ লাখ ৫৭ হাজার ৫৩২, খুলনা বিভাগে ৫ লাখ ৮ হাজার ৩৪২, বরিশাল বিভাগে ১ লাখ ৭৭ হাজার ৯৬৭ এবং সিলেট বিভাগে ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা মহানগরে মোট টিকা গ্রহীতা ৬ লাখ ১০ হাজার ৫৬৯ জন। এদের মধ্যে পুরুষ ৩ লাখ ৯৬ হাজার ৪০৯ এবং নারী ২ লাখ ১৪ হাজার ১৬০ জন।

গত ২৭ জানুয়ারি দেশে প্রথম কোভিডপ্রতিরোধী টিকা নেন এক নার্স। প্রথম দিন টিকা দেওয়া হয় বিশিষ্ট ২৬ নাগরিককে। পরদিন রাজধানীর পাঁচটি হাসপাতালে ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারা দেশে শুরু হয় কোভিডপ্রতিরোধী গণটিকাদান কার্যক্রম। বাংলাদেশে দেওয়া হচ্ছে ভারতের সিরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিডপ্রতিরোধী টিকা কোভিশিল্ড। সবাইকে এ টিকার দুটি করে ডোজ নিতে হবে। সরকারের কেনা এ টিকার তিন কোটি ডোজের মধ্যে প্রথম ৫০ লাখ ডোজ গত মাসে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। এ ছাড়া ভারতের উপহার হিসেবে আরো ২০ লাখ ডোজ অক্সফোর্ডের টিকা পেয়েছে বাংলাদেশ। পরে দ্বিতীয় চালানে এসেছে আরো ২০ লাখ ডোজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close