নিজস্ব প্রতিবেদক

  ২৪ জানুয়ারি, ২০২১

দেশে মৃত্যু ৮,০০০ ছাড়াল

দেশে নভেল করোনাভাইরাসে আরো ২২ জনের মৃত্যু হওয়ায় মৃত্যুর সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। অন্যদিকে গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা এপ্রিলের পর প্রথম পাঁচশোর নিচে নেমে এসেছে।

গতকাল বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৪৩৬ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে শনাক্ত সংখ্যা বেড়ে ৫ লাখ ৩১ হাজার ৩২৬ হয়েছে। আর শেষ এক দিনে মারা যাওয়া ২২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৩। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩৩৮ রোগী সুস্থ হয়ে উঠেছে শেষ এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৫ হাজার ৮৯৯ হয়েছে।

বাংলাদেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বাধিক মৃত্যু।

প্রথম মৃত্যুর প্রায় চার মাস পর মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়ায়, সংখ্যাটি আরো এক হাজার বাড়ে এক মাসেরও কম সময়ে। গত ৫ জুলাই মৃত্যুর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছিল। তার ২৩ দিনের মধ্যে মৃত্যুর সংখ্যা ছাড়ায় তিন হাজার। আরো এক হাজার বাড়তেও সময় লেগেছিল এক মাসের কম। ২৫ আগস্ট মৃত্যুর সংখ্যা চার হাজার ছাড়িয়েছিল।

তারপর পাঁচ হাজার ছাড়িয়েছিল ২২ সেপ্টেম্বর। অর্থাৎ আরো এক হাজার বাড়তেও এক মাস লাগেনি। তবে এরপর মৃত্যুর সংখ্যা বাড়ছে ধীরগতিতে। ৪ নভেম্বর মৃত্যুর সংখ্যা ছয় হাজার ছাড়িয়েছিল। তার আরো ৩৮ দিন পর সাত হাজার ছাড়ায়। মৃত্যুর তালিকায় সর্বশেষ এক হাজার যোগ হতে সময় লাগল ৪২ দিন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close