আন্তর্জাতিক ডেস্ক

  ২০ সেপ্টেম্বর, ২০২০

দূষিত বাতাসে বছওে ৭০ লাখ মৃত্যু!

দূষিত বাতাসের জন্য বিশ্বে অকাল মৃত্যু ঘটে ৭০ লাখ লোকের। আর ভারতে মারা যায় প্রতি বছর ১০ লাখেরও বেশি। বিশুদ্ধ বাতাসের প্রয়োজন নিয়ে অনলাইনে ‘ডক্টরস ফর ক্লিন এয়ার’-এর আলোচনায় উঠে এলো এমনই তথ্য। জাতিসংঘের ‘ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ’-এর প্রথম আন্তর্জাতিক দিবস উপলক্ষে ভারতের সাতটি চিকিৎসক সংগঠন যৌথভাবে এই সভার আয়োজন করে। সংগঠনগুলো হলো, ফেডারেশন অব অবস্টেট্রিক অ্যান্ড গাইনোকলোজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া (এফওজিএসআই), ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স (আইএপি), ইন্ডিয়ান চেস্ট সোসাইটি (আইসিএস), কার্ডিওলজিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া (সিএসআই), ইন্ডিয়ান অ্যাকাডেমি অব নিউরোলজি (আইএএন), অ্যাসোসিয়েশন অব সার্জনস অব ইন্ডিয়া (এএসআই) এবং মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এমএসএআই)। সভায় গর্ভবতী ও সদ্যোজাতদের ওপর দূষিত বাতাসের প্রভাব এবং একইসঙ্গে হৃৎপি-, ফুসফুস ও মস্তিষ্কের ওপর এর প্রভাব নিয়ে আলোচনা হয়। এ প্রসঙ্গে দূষণ আটকাতে চিকিৎসকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। করোনা থেকে মুক্ত হওয়ার পর সুস্বাস্থ্যের জন্য সরকার যাতে দূষণমুক্ত বাতাসের বিবেচনাকে সব রকম অগ্রাধিকার দেয় সে বিষয়েও সওয়াল করা হয়েছে আলোচনায়। চিকিৎসকরা জানিয়েছেন, দূষিত বাতাসের জন্য বিশ্বে অকাল মৃত্যু ঘটে ৭০ লাখ লোকের। ভারতে এই সংখ্যাটা ১০ লাখ ২০ হাজার। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাবলিক হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডিটারমিন্যান্টস অব হেলথ ডিপার্টমেন্টের কর্মকর্তা মারিয়া নাইরা বলেন, জীবাশ্ম থেকে তৈরি হওয়া জ্বালানি পোড়ালে সব থেকে বেশি পরিমাণে দূষণ ঘটে। এই দূষণে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close