পার্থ মুখোপাধ্যায়, কলকাতা থেকে

  ১৪ ফেব্রুয়ারি, ২০২০

এপ্রিলে কংগ্রেসের পদ ছাড়তে যাচ্ছেন সোনিয়া

সোনিয়া গান্ধী আপাতত কংগ্রেস দলের দায়িত্ব সামলালেও কংগ্রেস সভানেত্রী পদে থেকে দলের নেতৃত্বভার আর সামলাবেন নাকি দেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নেতৃত্বে দেখা যাবে কোনো নতুন মুখ তা নিয়ে বেশ কথা হচ্ছে এখন কংগ্রেসের অন্দরমহলে। দলের একটি সূত্র জানিয়েছেন, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে দলের পূর্ণাঙ্গ অধিবেশনেই। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই হতে চলেছে ওই অধিবেশন, মনে করা হচ্ছে তারপরই কংগ্রেস পাকাপাকিভাবে দলের শীর্ষপদে কোনো নেতাকে পাবে। সেক্ষেত্রে প্রিয়াঙ্কা গান্ধীর নাম আবার উঠে আসছে। রাহুল গান্ধী ফের কংগ্রেস সভাপতির দায়িত্ব নেবেন কিনা তা এখনো পরিষ্কার নয়, লোকসভা নির্বাচনে দলের ভরাডুবির দায়স্বীকার করে দায়িত্ব ছেড়েছেন তিনি। রাহুল গান্ধী কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। তবে তার শারীরিক অসুস্থতার কারণে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাচ্ছেন অনেক দিনই। এদিকে দিল্লির বিধানসভা নির্বাচনেও কংগ্রেসের ভরাডুবি হয়েছে। এরপর পাকাপাকিভাবে দলের এক শীর্ষ মুখের জন্য দাবি আরো জোরালো হয়েছে। এর আগে টানা ১৯ বছর ধরে দলের সভানেত্রী পদে দায়িত্ব সামলেছেন সোনিয়া গান্ধী। বয়সের কারণে ক্রমশই কমছিল তার গ্রহণযোগ্যতা, তাই তার জায়গায় দলের শীর্ষ পদে আসেন রাহুল। তবে লোকসভা নির্বাচনের পর তিনি দায়িত্ব থেকে ইস্তফা দিলে বিপাকে পড়ে কংগ্রেস। বাধ্য হয়েই তাই ফের অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে দলের দায়িত্ব নেন সোনিয়া গান্ধী। কংগ্রেসের ১৩৪ বছরের পুরোনো ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দলের শীর্ষ পদের দায়িত্বে রয়েছেন সোনিয়া গান্ধী।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close