চাকরি ডেস্ক

  ০৯ নভেম্বর, ২০২৪

ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি বেতন ১ লাখ ১৪ হাজার

ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি দক্ষ লোকবল খুঁজছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: ডাটা অ্যানালিটিক্স (ডাটা সায়েন্স), পরিসংখ্যান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা অর্গানাইজেশনাল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ডাটা অ্যানালিটিক্সে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ডাটা ভিজুয়ালাইজেশন টুলের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ভাষাদক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে। প্রার্থীদের সিকিউরিটি সার্টিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: ঢাকা

কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।

বেতন: মাসিক বেতন ১,১৪,৮০০ টাকা। ছাড়াও মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের https://erajobs.state.gov/dosera/vacancy/viewVacancyDetail.hms?_ref=tkh2zvv3pt0&returnToSearch=true&jnum=65563&orgId=157#benefits লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে অঢ়ঢ়ষু ঞড় ঞযরং ঠধপধহপু বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৭ নভেম্বর ২০২৪।

সূত্র : ঢাকাপোস্ট

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close