প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক

  ১১ সেপ্টেম্বর, ২০২১

পরিকল্পনা কমিশনে চাকরির সুযোগ

পরিকল্পনা কমিশন সম্প্রতি একটি পদে একজনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সরকারি বিনিয়োগ অধিকতর কার্যকর করার জন্য সেক্টর পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে লোকবল নিয়োগ দেবে।

বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। ডাকযোগে আবেদন পাঠানো যাবে। আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

প্রতিষ্ঠানের নাম : পরিকল্পনা কমিশন

পদের নাম : হিসাবরক্ষক

পদের সংখ্যা : ১টি

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীদের বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স

বয়সসীমা ৩০ বছর। তবে কোটায় আবেদন করলে ৩২ বছর।

আবেদন যেভাবে

আগ্রহীদের আবেদনপত্র পূরণ সাপেক্ষে পরিচালক, ‘সরকারি বিনিয়োগ অধিকতর কার্যকর করার জন্য সেক্টর পরিকল্পনা প্রণয়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্প কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের প্রকল্প অফিস, পরিকল্পনা কমিশন চত্বর, শেরেবাংলা নগর, ঢাকা বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২১

বেতন ও সুযোগ-সুবিধা

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১৩ গ্রেডে বেতন প্রদান করা হবে। অন্যান্য সুযোগ-সুবিধা বেতন নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদনের নিয়ম

আবেদনপত্র পূরণ করে ডাকযোগে আগামী ১৬-০৯-২০২১ তারিখ পর্যন্ত জমা দিতে পারবেন।

সূত্র : প্রথম আলো

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close