প্রতিদিনের সংবাদ চাকরি ডেস্ক

  ২৪ জানুয়ারি, ২০২১

অসামরিক পদে নিয়োগ দেবে সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে জনবল নিয়োগের দুটি বিজ্ঞপ্তি (বিশেষ আর্মি অর্ডার-০২/২০১৮) একসঙ্গে প্রকাশিত হয়েছে। প্রথম বিজ্ঞপ্তির মাধ্যমে ছয় শতাধিক স্থায়ী পদে এবং দ্বিতীয় বিজ্ঞপ্তির মাধ্যমে দুই শতাধিক স্থায়ী/অস্থায়ী পদে (১০-২০তম গ্রেড) জনবল নিয়োগ দেওয়া হবে। কোন কোন পদে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন পদের আবেদন কোথায় করতে হবে, তা বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে। আবেদন পৌঁছানোর শেষ তারিখ ৬ ফেব্রুয়ারি ২০২১।

উল্লেখযোগ্য পদগুলো হলোÑঅফিস করণিক, মেসওয়েটার, বার্তাবাহক, ড্রাফটসম্যান, কার্পেন্টার, পরিচ্ছন্নতাকর্মী, বাবুর্চি, ইউএসএম, মালি, সহকারী বাবুর্চি, বাবুর্চি ইউ, এক্সচেঞ্জ অপারেটর, নিরাপত্তা প্রহরী, টেইলার, স্টোরকিপার, সহিস, জিসি’স অর্ডারলি, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ফায়ার ক্রু, ওয়ার্ডবয়, আয়া, পরিচ্ছন্নতাকর্মী মহিলা (রাজশাহী-১), পরিচ্ছন্নতাকর্মী পুরুষ (সিরাজগঞ্জ-১), বাবুর্চি হাসপাতাল, অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর, গ্রাউন্ডসম্যান, ইউঅ্যান্ডবিআর, ধোপা, বাবুর্চি মেস, বারবার, ব্রিক লেয়ার, এনসি (ইউ)-বাবুর্চি (ইউ), এনসি (ইউ) পরিচ্ছন্নতাকর্মী, ইউডিসি, ফায়ারম্যান, ড্রাইভার, এনসি (ইউ)-ইঅ্যান্ডবিআর, ইউএসএম, প্যাকার, সিকিউরিটি ইন্সপেক্টর, টিনস্মিথ, এনসি (ইউ) মেসওয়েটার, ইলেকট্রিশিয়ান, ওয়াশারম্যান/ধুবি, সিএমডি, কার্পেন্টার, এনসি (ইউ) সহকারী বাবুর্চি, টেলিফোন এক্সচেঞ্জ অপারেটর, ইলেক্ট এমভি, ড্রাইভার রিকভারি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ডিএফএ, ইনসেমিনেটর, ফার্ম লেবার (পরিচ্ছন্নতাকর্মী), ফার্ম লেবার (কাল্টিভেশন), ফার্ম লেবার (কাফ অ্যাটেনডেন্ট), ফার্ম লেবার (ডেইরি পরিচ্ছন্নতাকর্মী), মিল্ক রুম কুলি, হেড মেকানিক, গোয়ালা, বয়লার অপারেটর, ফিল্ড ডেলিভারিম্যান, অফিস করণিক কাম টাইপিস্ট, প্ল্যান অপারেটর, ব্ল্যাকস্মিথ, পাম্প ড্রাইভার, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট, এমটি ড্রাইভার, ফটোকপি অপারেটর, ভিউয়ার, ইউএসএম। এ ছাড়া আরো বেশ কিছু পদে নিয়োগ দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা : একেক পদে একেক রকমের যোগ্যতা চাওয়া হয়েছে। পদভেদে ন্যূনতম পঞ্চম শ্রেণি/সমমান থেকে সর্বোচ্চ স্নাতক পাস প্রার্থীরা যথাযথ পদের জন্য আবেদন করতে পারবেন। ৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া : বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত কর্তৃপক্ষের অনুকূলে ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং প্রার্থীর বর্তমান ঠিকানা (যে ঠিকানায় প্রবেশপত্র প্রেরণ করা হবে) সংবলিত একটি খাম (১০ টাকার ডাকটিকিটসহ) সংযুক্ত করতে হবে। ডাক যোগাযোগের ঠিকানায় অবশ্যই পোস্ট কোড উল্লেখ করতে হবে। সব পদের তালিকা, আবেদনের পদ্ধতিসহ বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন এই লিংক থেকে :www.army.mil.bd/UserFile/LatestJobCirculation/span-stylecolor-333333-fontfamily-trebuchet-ms-arial-helvetica-sansserif-fontsize-14p.pdf

সূত্র : কালের কণ্ঠ

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close