চাকরি ডেস্ক

  ১৬ জানুয়ারি, ২০২১

সেনাবাহিনীতে নিয়োগ

বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী ৬২টি পদে ৮৪০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন যে কেউও। প্রতিটি পদে আবেদনের জন্য যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।

পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। বেসামরিক স্থায়ী/অস্থায়ী এসব পদে আবেদন করা যাবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

পদগুলো হলো

স্টোরকিপার১টি

ফার্মাসিস্ট১টি

ল্যাবরেটরি অ্যাসিসট্যান্ট৩টি

ল্যাবরেটরি অ্যাটেনড্যান্ট১টি

সিকিউরিটি ইন্সপেক্টর৭টি

উচ্চমান করণিক১০টি

হেড মেকানিক৩টি

ড্রাফটসম্যান৩টি

হিসাবরক্ষক১টি

মিল্ক রেকর্ডার১টি

বয়লার অপারেটর২টি

সহকারী সুপারভাইজার১টি

কেমিস্ট১টি.

ড্রাইভার রিকোভারি১টি

সহিস২টি

কার্পেন্টার১৬টি

ফিটার৩টি

স্টোরম্যান৩৪টি

নিরাপত্তা প্রহরী৬৫টি

বুক বাইন্ডার১টি

গ্রাউন্ডসম্যান১টি

ভিউয়ার১টি

ইনসেমিনেটর১টি

ফায়ার কু২টি

পেইন্টার৯টি

ওয়ার্ডবয়৩৩টি

আয়া১৫টি

টিনস্মিথ৯টি

জিসিস অর্ডারলি২০টি

মিল্ক রুম কুলি১টি

ইলেকট্রিশিয়ান৯টি

হসপিটাল অর্ডারলি১টি

বারবার৫টি

প্যাকার১২টি

মিল্ক ডেলিভারিম্যান১টি

আপহোলস্টার১টি

ফায়ারম্যান২৯টি

ইউএসএম১৪০টি

গোয়ালা২টি

ইলেক্ট এমভি (এসএস-২)১টি

সার্চার২টি

মালি১৯টি

টানার১টি

বাবুর্চি/এনসি (ইউ) বাবুর্চি৪৬টি

পাম্প ড্রাইভার২টি

প্লান্ট অপারেটর১টি

ওয়াসারম্যান/ধোপা১০টি

টেইলার (ইউ)/টেইলার১২টি

ফটোকপি অপারেটর১টি

ব্রিক লেয়ার১টি

ব্ল্যাকস্মিথ২টি

অফিস সহায়ক/বার্তাবাহক৩৬টি

এক্সচেঞ্জ অপারেটর/টেলিফোন অপারেটর৪টি

ইঅ্যান্ডবিআর/এনসি (ইউ) ইঅ্যান্ডবিআর৯টি

পরিচ্ছন্নতাকর্মী/এনসি (ইউ) পরিচ্ছন্নতাকর্মী৭২টি

ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (ভিএফএ)৮টি

সহকারী বাবুর্চি/এনসি (ইউ) সহকারী বাবুর্চি১৬টি

অ্যান্টি ম্যালেরিয়া ইন্সপেক্টর (এএমআই)১টি

মেসওয়েটার/এনসি (ইউ) মেসওয়েটার৪২টি

সিভিল মেকানিক্যাল ড্রাইভার/সিএমডি/ড্রাইভার/ড্রাইভার এমটি২২টি

ফার্ম লেবার (কাফ অ্যাটেনডেন্ট/কাল্টিভেশন/পরিচ্ছন্নতাকর্মী/ডেইরি পরিচ্ছন্নতাকর্মী)১০টি

অফিস করণিক/অফিস করণিক কাম টাইপিস্ট/অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক৭৩টি।

পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

সূত্র : যুগান্তর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close