চাকরি ডেস্ক

  ১৮ সেপ্টেম্বর, ২০২০

২০ জনকে নিয়োগ দেবে ব্যুরো বাংলাদেশ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যুরো বাংলাদেশ। সংস্থাটিতে ‘হেলথ সুপারভাইজার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম : হেলথ সুপারভাইজার।

পদসংখ্যা : ২০ জন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : স্বীকৃত যেকোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুল (ম্যাটস) অথবা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) থেকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি (ডিএমএফ) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মসূচিতে কমপক্ষে দুই থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। আবেদন করা যাবে সর্বোচ্চ ৩৫ বছর বয়স পর্যন্ত। স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। অধিকতর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

কর্মস্থল : টাঙ্গাইল।

বেতন : সর্বসাকল্যে ১৫ হাজার টাকা। এ ছাড়া সংস্থার নিয়ম ও প্রকল্প বরাদ্দ অনুযায়ী অন্যান্য ভাতাপ্রাপ্য হবেন।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্রের সঙ্গে জীবনবৃত্তান্ত, দুই কপি রঙিন ছবি (জীবনবৃত্তান্তের ডান পাশে), জাতীয় পরিচয়পত্র/ জন্মসনদ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের ফটোকপি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে।

ঠিকানা : বাড়ি নম্বর ১২/এ, রোড নম্বর-১০৪, ব্লক সিইএন (এফ), গুলশান-২, ঢাকা-১২১২।

আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২০।

সূত্র : বিডিজবস

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close