বিনোদন প্রতিবেদক

  ০৫ ফেব্রুয়ারি, ২০২৫

ইউটিউব ট্রেন্ডিংয়ে তানিয়ার ‘শ্বশুর আব্বার টি-স্টল’

ছোট পর্দার প্রিয়মুখ তানিয়া বৃষ্টি। সম্প্রতি তার একাধিক নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ে এসেছে। অভিনয় দিয়ে তিনি দর্শক গ্রহণযোগ্যতা অর্জন করেছেন, পেয়েছেন প্রশংসা। ইউটিউবে এ অভিনেত্রীর ট্রেন্ডিংয়ে থাকা নাটকগুলোর মধ্যে অন্যতম নাটক ‘শ্বশুর আব্বার টি-স্টল’। গ্রামীণ হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটকটি মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে ১ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। পারিবারিক ঝগড়া, সামাজিক টানাপোড়েন আর হাস্যরসের মজায় ভরপুর এ নাটক গত ২৯ জানুয়ারি ইউটিব চ্যানেলে প্রচারিত হয়। জুয়েল এলিনের লেখা নাটকটি পরিচালনা করেছেন জাকিউল ইসলাম রিপন।

এই নাটকে তানিয়া বৃষ্টি জুটি বেঁধেছেন সময়ের জনপ্রিয় মুখ শামীম হাসান সরকারের সঙ্গে। নাটকটির গল্পে দেখা যায়, সদ্য বিবাহিত এক দম্পতি প্র্রেমের টানে এক নতুন জীবনে পা বাড়ায়। পালিয়ে বিয়ে করে। দুই পরিবার থেকেই বঞ্চিত হন এ নব দম্পতি একমাত্র সম্বল ব্যাটারিচালিত রিকশা ও মেয়ে কাজ নেয় মানুষের বাসাবাড়িতে। নানা ঘটনায় এগিয়ে যেতে থাকে এর গল্প।

নাটকটি প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘খুব দ্রুত সময়ে ১ মিলিয়ন দর্শক নাটকাটি দেখেছেন। এটি নাটকের পুরো টিমের জন্য খুব ভালো খবর। এটি খুব মজার একটি নাটক। দর্শকরা পছন্দ করেছেন এতে আমি খুশি। নাটকটির শুটিংয়ের সময় মনে হচ্ছিল ভালো একটি কাজ হতে যাচ্ছে। কষ্ট করার মিষ্টি ফল শিল্পীকে আনন্দ দেয়।’

শামীম-তানিয়া ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, সিদ্দিক মাস্টার, মিলি বাসার, বাপ্পি বাসার, কাদরুন নামার, সোমেল হাগান, মিরামনি প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close