বিনোদন প্রতিবেদক
০৫ ফেব্রুয়ারি, ২০২৫
বাসায় ফিরলেন গানের পাখি

তিন দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এমনটা জানিয়েছেন সংগীতশিল্পী জাহাঙ্গীর সাঈদ।
তিনি বলেন, ‘হাসপাতাল থেকে সাবিনা আপাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দুপুরে বাড়ি ফিরেছেন। শরীরের অবস্থা এখন ভালো। তেমন কোনো জটিলতা নেই। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’
এর আগে গত শুক্রবার একটি অনুষ্ঠানে গান গাইতে মঞ্চে উঠেছিলেন সাবিনা ইয়াসমীন। এর মধ্যে হঠাৎই মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত গুলশানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এর পর আবার ভোরে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাসেবা নিয়ে অবশেষে বাসায় ফিরলেন গানের পাখি।
"
প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন