বিনোদন প্রতিবেদক

  ০৪ ফেব্রুয়ারি, ২০২৫

তারুণ্যের উৎসবে গাইলেন তারা

বাংলাদেশ টেলিভিশনের জন্য একই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন আলম আরা মিনু, রাজীব, মুহিন খান, পুতুল, অনন্যা’সহ আরো বেশ কয়েকজন শিল্পী। বাংলাদেশ টেলিভিশনের কোনো অনুষ্ঠানে দীর্ঘদিন পর এত শিল্পী একসঙ্গে গান গেয়েছেন। ‘তারুণ্যের উৎসব ২০২৫’ শিরোনামের এই অনুষ্ঠানে আলম আরা মিনু গেয়েছেন ‘সোনা দানা দামী গহনা’, ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’সহ আরো একটি দেশের গান। রাজীব গেয়েছেন দেশাত্ববোধক গান ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি’, মুহিন খান গেয়েছেন ‘কলিজায় কলিজায় লাগেরে’, পুতুল গেয়েছেন ‘আরেক জনম চাই’ ও অনন্যা গেয়েছেন ‘তোমায় হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না’। এছাড়াও অনুষ্ঠানে আরো সংগীত পরিবেশন করেন রিজিয়া পারভীন, ইথুন বাবু, রাশেদ’সহ বেশ কয়েকজন শিল্পী। আলম আরা মিনু বলেন, ‘বিটিভির এ আয়োজনটি আমার কাছে ভীষণ ভালোলেগেছে। সিনিয়র একজন শিল্পী হিসেবে আমাকে অনুষ্ঠানে যে সম্মান করা হয়েছে তাতে আমি মুগ্ধ। সত্যি বলতে কী বিটিভিতো আমাদের ভালোলাগার ভালোবাসার জায়গা। এ আয়োজনে সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালোলাগলো।’ রাজীব বলেন, ‘রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরে এই আয়োজনটি সম্পন্ন হয়েছে। আমরা সবাই বেশ আন্তরিকতা নিয়ে যার যার গান পরিবেশন করেছি। আমি দেশাত্ববোধক গানটি মন দিয়ে গাইবার চেষ্টা করেছি।’ মুহিন বলেন, ‘কলিজায় কলিজায় লাগেরে আমার গাওয়া জনপ্রিয় একটি মৌলিক গান। এই গানটিই গেয়েছি। যাতে গানটির প্রতি শ্রোতা দর্শকের আরো ভালোলাগা তৈরি হয়।’ পুতুল বলেন, ‘এ আয়োজনের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সত্যি বলতে কী এ ধরনের আয়োজন বিটিভিতে খুব কমই হয়। বেশ পরিপাটি গুছানো আয়োজন ছিল। সবচেয়ে বড় কথা এই আয়োজনে আমরা অনেকেই একসঙ্গে গাইবার সুযোগ পেয়েছি। এটাই বেশি ভালোলাগার।’ অনন্যা বলেন, ‘এই আয়োজনে সবার ছোট আমি। সবার সঙ্গে থাকতে পেরে ভালোলেগেছে। বিটিভিতে আরো বেশি বেশি গান গাইবার ইচ্ছে আমার। কারণ বিটিভি আমাদের জাতীয় প্রচার মাধ্যম।’

অনুষ্ঠানটির উপস্থাপনা করেন শান্তা জাহান। এরইমধ্যে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ অনুষ্ঠানটি বিটিভি সরাসরি সম্প্রচার করেছে। এই আয়োজনটি বিটিভির ইউটিউব চ্যানেলে ‘বাংলাদেশ টেলিভিশন’-এ প্রকাশিত আছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close