বিনোদন প্রতিবেদক
নতুন বিজ্ঞাপনে তারা

একুশে পদকপ্রাপ্ত দুই জীবন্ত কিংবদন্তী অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান একসঙ্গে বহু নাটকে ও বিজ্ঞাপনে কাজ করেছেন। এখনো দেশের বিভিন্ন টিভি চ্যানেলে তাদের করা বিজ্ঞাপন যেমন নিয়মিতই প্রচার হচ্ছে। চলতি বছরের প্রথম মাসে আবারো তারা নতুন একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেন। তাদের সাথেই প্রথমবার একসঙ্গে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেলেন বিজ্ঞাপনে জুটি হিসেবে জনপ্রিয়তা পাওয়া শখ-ইমন। চলচ্চিত্র নির্মাতা সায়মন তারিকের গল্প ভাবনায় একটি প্রতিষ্ঠানের ‘ফ্রোজেন ফিশ’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন আবুল হায়াত, দিলারা জামান, ইমন ও শখ। গত ৩০ জানুয়ারি এফডিসির একটি ফ্লোরে সেট ফেলে বিজ্ঞাপনটি নির্মাণ করেন সায়মন তারিক। বিজ্ঞাপনটিতে ইমনের বাবা মায়ের ভূমিকায় মডেল হয়েছেন আবুল হায়াত ও দিলারা জামান। ইমনের স্ত্রীর ভূমিকায় আছেন শখ।
আবুল হায়াত বলেন, ‘বেশ গুছানো একটি ইউনিটে কাজ করেছি। সবমিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। আশা করছি সম্পাদনা শেষে কাজটি বেশ ভালো হবে এবং দর্শকের ভালোলাগবে। ইমন ও শখ বেশ প্রাণবন্ত ছিলো।’ দিলারা জামান বলেন, ‘এক জীবনেতো আসলে অনেক বিজ্ঞাপনেই মডেল হিসেবে কাজ করেছি। গল্প নির্ভর বিজ্ঞাপন এটি। গল্প নির্ভর বিজ্ঞাপনে কাজ করতে একটু বেশিই ভালোলাগে। ধন্যবাদ বিজ্ঞাপনের নির্মাতা সায়মন তারিককে যত্ন নিয়ে কাজটি করার জন্য।’ চিত্রনায়ক, মডেল ইমন বলেন,‘ সায়মন ভাইয়ের নির্দেশনায় এ বিজ্ঞাপনে কাজ করে খুব ভালোলেগেছে। কাজটি সত্যিই খুব ভালো হয়েছে। সত্যি বলতে কী সিনিয়র শিল্পীদের কাছ থেকে আমাদের এখনো অনেক শেখার আছে। তারা এই বয়সেও যে ডেডিকেটেডে তাতে মুগ্ধ হই। ধন্যবাদ নির্মাতাকে একটি চমৎকার পারিবারিক গল্পের বিজ্ঞাপন নির্মান করার জন্য।’ শখ বলেন,‘ কিছুদিন আগেও আমি শ্রদ্ধেয় হায়াত আঙ্কেল , দিলারা আন্টির সঙ্গে একটি হেলথ কেয়ারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছি। সায়মন তারিক ভাইয়ের নির্দেশনায় নতুন আরো একটি কাজ করা হলো তাদের সঙ্গে। বেশ গুছানো, পরিপাটি একটি
ইউনিটের সঙ্গে আন্তরিকতা নিয়ে কাজ করলাম। খুব আশাবাদী নতুন এই কাজটি নিয়ে।’ নির্মাতা সাইমন তারিক জানান, শিগগিরই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।
"