বিনোদন প্রতিবেদক

  ০২ ফেব্রুয়ারি, ২০২৫

বইমেলায় তারকাদের নতুন বই

শুরু হয়েছে মাসব্যাপী অমর একুশে বইমেলা। অন্যান্যবারের মতো এবারও অনেক তারকা মেলায় তাদের নতুন বই প্রকাশ করবেন। তারকাদের বইয়ের প্রতি পাঠকদেরও থাকে অন্য রকম আগ্রহ। এবারও লেখক তালিকায় রয়েছে অভিনয়শিল্পী, গায়ক, গীতিকবিসহ কিংবদন্তি তারকা। এবার একুশে বইমেলায় প্রকাশিত হবে যে সব তারকাদের বই তাদের নিয়েই এ আয়োজন। এবারের বইমেলায় থাকছে সংগীতশিল্পী ফাহমিদা নবীর একটি বই। নাম ‘ফাহমিদা নবীর ডায়েরি’। নতুন এ বইটি প্রকাশ করতে যাচ্ছে শব্দশিল্প প্রকাশনী, যার প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটি নিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে লিখেছেন, ‘ছোটবেলা থেকেই আমার বাবার লেখা, কথার ভঙ্গি, গান গাইবার অনুভব আমাকে অনুপ্রাণিত করত। আম্মাকে দেখতাম বই পড়তে, ডায়েরি লিখতে। খুব ভালো লাগত। আমিও লেখার চেষ্টা করতাম, করছি।’ এরপর জীবনের নানারকম অভিজ্ঞতা নিয়ে লেখা এ বইটি সম্পর্কে ফাহমিদা নবী আরো লিখেছেন, ‘গানের গভীরতায় জীবনবোধ আর চারপাশের যাপিত জীবন কোনোটাই জীবনদর্শনের বাইরে নয়। তাই যা দেখি তাই নিজের মতো করে লিখি, ভাবনাগুলো নিয়ে ইতিবাচকতায় সমাধানের পথ খুঁজি আর লিখে ফেলি উপলব্ধি। চলতি পথে জীবনের অনেক অভিজ্ঞতা, উপলব্ধি অনুভব ও অনুধাবনের মাধ্যমে তুলে ধরি।’

এদিকে ২০২৪ সালের শেষদিকে প্রকাশিত হয়েছে বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’। নতুন এ বইটি পাওয়া যাবে এবারের বইমেলায়। এ বইয়ে তার অভিনয় ও ব্যক্তিজীবন তুলে ধরা হয়েছে। আবুল হায়াতের আত্মজীবনীমূলক এ বইটি আসছে ‘সুবর্ণ প্রকাশনী’ থেকে। পাওয়া যাবে অভিনেত্রী ফারজানা ছবির উপন্যাস ‘বৃত্তবাস’। যেটি প্রকাশ হবে মিজান পাবলিশার্স থেকে। এবারের মেলায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনার একটি উপন্যাস ও একটি কবিতার বই পাওয়া যাবে। উপন্যাসের নাম ‘আমরা কখনও বন্ধু ছিলাম না’।

অভিনেতা ফারুক আহমেদ ইদানীং বই নিয়েও হাজির হচ্ছেন মেলায়। ‘স্মৃতিতে হুমায়ূন আহমেদ’ ও ‘আমার না বলা কথা’র পর এবার তিনি নিয়ে এসেছেন ‘হাউ মাউ খাও’। প্রকাশ পেয়েছে মিজান পাবলিশার্স থেকে। গায়িকা সাজিয়া সুলতানা পুতুল নিয়মিত লেখেন। আগেও কয়েকটি বই এসেছে তার। এবারের মেলায় প্রকাশ করেছেন উপন্যাস ‘শিল্পীসত্তার ব্যবচ্ছেদ’। প্রকাশ পেয়েছে অনন্যা প্রকাশনী থেকে।

সংগীতশিল্পী জয় শাহরিয়ার প্রকাশনার সঙ্গেও যুক্ত। তার আজব প্রকাশনী থেকে প্রতিবছরই বিভিন্ন লেখকের একাধিক বই প্রকাশ পায়। অন্যদের লেখা প্রকাশের পাশাপাশি নিজের বইও প্রকাশ করেন জয় শাহরিয়ার। এবার তিনি নিয়ে এসেছেন তৃতীয় কাব্যগ্রন্থ ‘সুর ছাড়া কবিতারা’। এতে ৫৩টি কবিতা রয়েছে।

গীতিকার ও নির্মাতা ওয়ালিদ আহমেদের লেখা দুটি বই আসছে এবারের মেলায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close