বিনোদন প্রতিবেদক
ভালোবাসা দিবসের গানে তারা

এর আগেও নাজমুন মুনিরা ন্যান্সির জন্য গান করেছেন ইমরান মাহমুদুল। অন্যদিকে ইমরানের সুরে একাধিক গান গেয়েছেন ন্যান্সি-মিলন জুটি। এবার ফের একসঙ্গে আসছেন তারা। ইমরানের সুর ও সংগীতে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি ও মিলন। এটি ভালোবাসা দিবসের একটি গান। লিখেছেন রবিউল ইসলাম জীবন। ‘পাখি হয়ে যাবো’ শিরোনামের রোমান্টিক এ গানটি আসবে নাটাই মিউজিকের ব্যানারে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী ন্যান্সি বলেন, গানটির কথা-সুর ও সংগীত বেশ মনে ধরেছে আমার। সব মিলিয়ে আশা করছি খুব ভালো একটি গান পেতে যাচ্ছেন শ্রোতারা। অন্যদিকে সংগীত তারকা ইমরান বলেন, মিলন ও ন্যান্সি আপুর জন্য এ গানটি করলাম। ভালোবাসা দিবসের গান। আমার বিশ্বাস, গানটি ভালো লাগবে সবার। মোহাম্মদ মিলন বলেন, ন্যান্সি আপুর সঙ্গে আমার একাধিক গান শ্রোতারা গ্রহণ করেছেন। এবার প্রিয় ইমরান ভাইয়ের সুর ও সংগীতে গাইলাম আমরা। আশা করছি, খুব চমৎকার কিছু হবে।
"