বিনোদন ডেস্ক
কেমন আছেন সোনাক্ষী?

টানা ছয় বছর চুটিয়ে প্রেম করার পর প্রেমিক জহির খানকে গত বছর বিয়ে করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা। দুজনে দুই ধর্মের অনুসারী হওয়ায় তাদের বিয়ে নিয়ে তুমুল বির্তকও হয়। তবে তাতে কান না দিয়ে বিয়ে করেন সোনাক্ষী ও জহির। তাদের বিয়েতে কোনো ধর্মীয় আচার ছিল না। ঘনিষ্ঠ পরিজনদের নিয়েই সারা হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের পরে স্বামীর সঙ্গে কেমন কাটছে অভনেত্রীর। আর অভিনয়ই বা চালিয়ে যাবেন কিনা- সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এসব বিষয় নিয়ে কথা বলেন লাস্যময়ী সোনাক্ষী। নিজের প্রতিটি পদক্ষেপেই জহির ইকবাল তাকে সঙ্গ দেন বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, ও আমার সেরা চিয়ারলিডার। আমার খুশিতে ও নিজের খুশি খুঁজে পায়। জহির এমনই। যে কোনো কাজেই সঙ্গীকে পাশে পাওয়া খুব জরুরি। এদিকে বিয়ের পরও নিজের কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সোনাক্ষী। অভিনেত্রী বলেন, জীবনকে বিয়ে দিয়ে বিচার করা উচিত নয়। বিয়ে জীবনের একটা অংশ মাত্র। বিয়েতে জীবনে কিছু সংযোজন হয়, বিয়োগ হয় না। তাই বিয়ের পরে কাজ করবেন কি না, সেটা সম্পূর্ণই নারীদের ওপর নির্ভর করে। আমার কাছে কাজ খুব গুরুত্বপূর্ণ। আমি আমার কাজ ভালোবাসি। সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার মধ্যে আমি আনন্দ খুঁজে পাই।
"