বিনোদন প্রতিবেদক

  ০১ ফেব্রুয়ারি, ২০২৫

‘ফাঁদের প্রেমে’ লাক্স তারকা সিফাত তাহসিন

একটা সময়ে অভিনয়ে নিয়মিত ছিলেন, এরপর অভিনয় ছেড়ে ব্যস্ত ছিলেন চাকরি নিয়ে। খানিক বিরতি দিয়ে ফিরলেও আবার ছন্দপতন ঘটে। এর পর বিয়ে করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান লাক্স তারকা সিফাত তাহসিন। এখন সেখানে সংসার, স্বামী ও সন্তান এই তিন ‘স’-তেই নিজেকে আবদ্ধ রেখেছেন তিনি।

নতুন খবর হলো, প্রায় ৬ বছর পর আবারো অভিনয়ে ফিরেছেন তাহসিন। ইতিমধ্যে শেষ করেছেন নাটকের শুটিং, নাম ‘ফাঁদের প্রেমে’। নিউইয়র্কের বিভিন্ন স্থানে শুটিং হওয়া রোমান্টিক থ্রিলার এই নাটকটি নির্মিত হয়েছে বাংলাদেশিদের প্রেম ও সম্পর্কের জটিলতা নিয়ে। এটি নির্মাণ করেছেন তানভীর তারেক।

সিফাত তাহসিন বলেন, ‘চমৎকার একটা গল্প। এই পরিচালকের সঙ্গে প্রথম কাজ। শুটিংয়ে তিনি এতটাই কমফোর্ট দিয়েছেন, বুঝতেই পারিনি অনেক বছর পর শুটিংয়ে ফিরলাম। আমারও অনেক দিন পর কাজ করে বেশ ভালো লেগেছে।’

জানা গেছে, আসছে ভালোবাসা দিবসে যুক্তরাষ্ট্র-কানাডাভিত্তিক একটি চ্যানেলে ‘ফাঁদের প্রেমে’ নাটকটি প্রচারিত হবে। এতে তাহসিন ছাড়া আরো অভিনয় করেছেন সাঈদ বাবু, আকাশ রহমান, আনোয়ার হোসেন, শাহ আলম দুলাল, রুমা আলম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে নাম লেখান সিফাত-ই তাহসিন। এরপর নিয়মিত কাজ করেন নাটক ও বিজ্ঞাপনচিত্রে। ২০১৩ সাল পর্যন্ত অভিনয় করে এরপর বিরতি নেন।

এরপর আবার ২০১৬ সালে দেখা যায় তাকে। ২০১৮ সালে তানভীরকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। ২০১৯ সালে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ‘ভাইরাল মাসুদ’ নাটকে,

মোশাররফ করিমের বিপরীতে। এরপর তাকে আর অভিনয়ে পাওয়া যায়নি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close