বিনোদন ডেস্ক
দুঃসময় কাটিয়ে কাজে ব্যস্ত জনি ডেপ

ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপ্টা সামলে অবশেষে নিজের কাজে মন দিয়েছেন হলিউডের আইকনিক অভিনেতা জনি ডেপ। বর্ণাঢ্য অভিনয়জীবনে অসংখ্য হিট চলচ্চিত্র উপহার দিয়েছেন অভিনেতা।
তবে গত দুই বছর বেশ জটিলতায় পার করেছেন সময়। সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে বিচ্ছেদ ও তার করা মামলায় আদালতের চক্করে কেটেছে অধিকাংশ সময়। তবে গত বছর আইনি জটিলতা থেকে অনেকটা রেহাই পেয়েছেন অভিনেতা। এরপরই মন দিয়েছেন কাজে।
গুঞ্জন উঠেছে, ডিজনি চায় ডেপকে আইকনিক চরিত্র জ্যাক স্প্যারো হিসেবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ফিরিয়ে আনতে। তবে সেটা কেবলই গুঞ্জন এখন পর্যন্ত, তার জন্য সময় লাগবে। তবে এর মধ্যে বেশকিছু বড় কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জনি ডেপ। জানা গেছে, অন্তত দুটি নতুন সিনেমার প্রধান চরিত্রে তাকে দেখা যাবে। সিনেমা দুটিই প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে, যদিও এখনো মুক্তির তারিখ জানানো হয়নি। সিনেমা দুটির প্রথমটি ‘কার্নিভাল অ্যাট দ্য এন্ড অব ডেজ’ এবং দ্বিতীয়টি ‘ডে ড্রিংকার’।
"