বিনোদন প্রতিবেদক
শিল্পী বিশ্বাসের নতুন গান

নিজের ইউটিউব চ্যানেল থেকে নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন কন্ঠশিল্পী শিল্পী বিশ্বাস। তার কণ্ঠে প্রকাশিত একাধিক গান পার হয়েছে কোটি ভিউ। বিশেষ করে ‘রাগ কইরো না মনের মানুষ’ গানটি এ সময়ে বেশ জনপ্রিয়তা পায়। এবার শিল্পী বিশ্বাসের কণ্ঠে প্রকাশ হলো নতুন গান ‘বন্ধু আমার প্রাণে না আসিলো’। তারেক আনন্দের কথায় গানটির সুর করেছেন খায়রুল ওয়াসী। সংগীতায়োজন করেছেন
এস ডি সাগর।
শিল্পী বিশ্বাস বলেন, অনেক দিন থেকেই গীতিকার তারেক আনন্দের কাছে আমি একটি গান চাচ্ছিলাম। অবশেষে চমৎকার কথার এই গানটি আমাকে দিলেন। খায়রুল ওয়াসী সুন্দর সুর করেছেন। এস ডি সাগরের সংগীতায়োজনে আমার কণ্ঠে বন্ধু আমার প্রাণে না আসিলো গানটি আশা করি ভালো লাগবে শ্রোতাদের।
উল্ল্যেখ্য শিল্পীর কণ্ঠে ‘কোমরের বিছা করুম’ গানটি দুই মাসে ৭৫ লাখের বেশি শ্রোতা ইউটিউবে শুনেছেন। এছাড়া ‘আমারও তো মন খারাপ হয়’ গানটিও শ্রোতাদের বেশ পছন্দের।
"