বিনোদন প্রতিবেদক

  ৩০ জানুয়ারি, ২০২৫

আবারও মা হলেন প্রসূন আজাদ

আবারও মা হলেন লাক্স সুপারস্টার ও অভিনেত্রী প্রসূন আজাদ। গত সোমবার পুত্র সন্তানের মা হয়েছেন এ অভিনেত্রী। এখন মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। এর আগে ২০২২ সালে প্রথম পুত্র সন্তানের মা হয়েছিলেন তিনি। রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী প্রসূন আজাদ।

দ্বিতীয়বার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে প্রসূন বলেন, ‘প্রথমবার তো অনেক এক্সসাইটমেন্ট ছিল। নতুন মা হয়েছি, অনেক কিছুই বুঝতে পারিনি। সন্তানের মুখ দেখে কেঁদেছিলাম। এবার সেলফ রেসপেক্টটা বেড়েছে। সন্তানের পাশাপাশি নিজের সুস্থতার জন্য যত্ন নিচ্ছি।’

২০২১ সালের ৩০ জুলাই বন্ধু ফারহান গাফফারের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী প্রসূন আজাদ। তারপর থেকে সংসারে মনোযোগী হয়েছেন তিনি। এর আগে ২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের রিয়েলিটি শোয়ে প্রথম রানারআপ নির্বাচিত হন প্রসূন আজাদ। তারপর অভিষেক হয় শোবিজে। পরবর্তীতে একাধিক নাটক ও কয়েকটি সিনেমায় অভিনয় করেন। কিন্তু একসময় হঠাৎ করেই রূপালি জগত থেকে নিজেকে সরিয়ে নেন তিনি।

সবশেষ ‘পদ্মপুরাণ’ সিনেমায় দেখা গেছে এ অভিনেত্রীকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close