বিনোদন প্রতিবেদক
ট্রেন্ডি গল্পের নাটকে সোহানা শারমীন

মঞ্চে অভিনয় দিয়ে যার অভিনয় ক্যারিয়ার শুরু তিনি অভিনয় ভালো করবেন এমনটাই স্বাভাবিক। যে কারণে সোহানা শারমীন মঞ্চে অভিনয়ের পাশাপাশি টিভি নাটকেও বেশ ব্যস্ত আছেন। এরই মধ্যে সোহানা একটি ভিন্ন গল্পের নাটকে অভিনয় করেছেন। বলা যেতে পারে এটি একটি ট্রেণ্ডি গল্পের নাটক। নাম ‘বুয়ার বয়ফ্রেন্ড’। রচনা করেছেন জায়েদ জুলহাস, পরিচালনা করেছেন রনি খান। এরইমধ্যে শুটিং-এর কাজ সম্পন্ন হয়েছে বলে জানান সোহানা।
নাটকটির অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। সোহানা বলেন, ‘এই নাটকটির গল্প আসলে একটু ভিন্নরকম। ট্রেন্ডি গল্প যেরকম হয়। বেশ কমেডি ঘরানার। নাটকের অন্যতম কয়েকটি প্রধান চরিত্রের একটিতে আমি অভিনয় করেছি। শুটিং হয়েছে একদিন। এখনতো অনেক নাটকই একদিনেই শেষ হয়ে যায়। যথারীতি এ নাটকটিও একদিনেই শেষ হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে। তবে সব মির্লিয়ে নাটকটি ভালো হয়েছেই বলব। আমার মনে হয় এ ঘরানার নাটকের দর্শকযারা তাদের কাছে ভালোলাগবে নাটকটি।’
সোহানা জানান, শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে সর্বশেষ সোহানার অভিনয়ে যে নাটকে বেশ সাড়া ফেলেছে সে নাটকটি হলো ‘বাসার সবাই জেনে গেছে’। এ নাটকে একজন কাউন্সিললের চরিত্রে অভিনয় করেই বেশ সাড়া পাচ্ছেন সোহানা।
এদিকে ২০০৭ সাল থেকেই সোহানা শারমীন টিভি নাটক ও মঞ্চে অভিনয় করছেন। নাট্যদল ‘নাট্যচক্র’র হয়ে তিনি মঞ্চে অভিনয় করেছেন ‘ভদ্দরনোক’সহ আরো বেশ কয়েকটি নাটকে। টিভি নাটকে দেখা গেছে ফাল্গুনী হামিদ, অনিমেষ আইচ, সকাল আহমেদ, অরণ্য আনোয়ার, মাতিয়া বানু শুকু, মহিন খান’সহ আরো বেশ কয়েকজন পরিচালকের নাটকে। সোহানা অভিনীত সিনেমা রাইসুল ইসলাম অনিক পরিচালিত ‘ইতি চিত্রা’। সিনেমাটি এক বছর আগে মুক্তি পায়। পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ সিনেমা ছিল সোহানা অভিনীত প্রথম সিনেমা। এতে সোহানা অহনার বান্ধবীর চরিত্রে অভিনয় করেন।
"