বিনোদন প্রতিবেদক
সজলের নজর এখন সিনেমায়

নাটকের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। নাটকে একসময় দাপটের সঙ্গে অভিনয় করেছেন। তবে এখন বিশেষ দিবস ছাড়া নাটকে খুব একটা দেখা যায় না। ব্যস্ত আছেন ওটিটি কনটেন্ট ও সিনেমা নিয়ে। গত কয়েক বছর ধরে তার ব্যস্ততা এমনই।
অভিনেতা জানিয়েছেন, চলতি বছরেও সিনেমা নিয়েই তার সব পরিকল্পনা। একাধিক সিনেমা নিয়ে কথা হচ্ছে। শিগগিরই হয়তো কোনো নতুন প্রজেক্ট নিয়ে ঘোষণা দেবেন।
সজল বলেন, ‘এখন সিনেমা নিয়েই প্ল্যান। গত দুই বছরে সিনেমা থেকে যে ভালোবাসা পেয়েছি সেটাকে আরো ছাড়িয়ে যেতে চাই। এমন কিছু কাজ করতে চাই, যা মানুষের কাছে পৌঁছাবে এবং সবাই পছন্দ করবে। মানুষের কাছে আমাকে বাঁচিয়ে রাখবে এমন কাজ করতে চাই। তাই খুব সাবধানতার সঙ্গে ভালো গল্প ও চরিত্র বেছে নিয়ে কাজ করতে চাই।’
নতুন বছরে সিনেমার বাইরে সেভাবে কোনো পরিকল্পনা নেই এ অভিনেতার। তিনি বলেন, ‘পরিকল্পনা করে কিছু হয় না আসলে। তাই সেরকম কোনো প্ল্যান নাই আমার। শুধু এ বছরে সিনেমায় ফোকাস করতে চাই। ভালো সিনেমা উপহার দিতে চাই। আপাতত এটাই চাওয়া।’
"