বিনোদন প্রতিবেদক

  ০৮ জানুয়ারি, ২০২৫

কাজের স্বীকৃতি পেলেন ইউসুফ আহমেদ খান

কাজের স্বীকৃতি পেলেন সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান। তিনি ওস্তাদ ইয়াকুব আলী খানের ছেলে। সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘অংশী’ থেকে তাকে ‘সংগীত পুরস্কার ২০২৪’এ ভূষিত করা হয়েছে। রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা কল্যাণী ঘোষের হাত থেকে ইউসুফ এই সম্মাননা গ্রহণ করেন।

ইউসুফ বলেন, ‘অতি সাধারণ একজন শিল্পী আমি। এখনো গানে নিজেকে শিক্ষানবিশ হিসেবেই বিবেচনা করি। প্রতিনিয়ত বাবার কাছে মায়ের কাছে গানের অনেক কিছুই শেখার চেষ্টা করছি। যখনই কোনো মৌলিক গান গাইতে যাই, তখন যেন মনে হয় এখনো আমার অনেক শেখা বাকি। তারপরও চেষ্টা করি নিজের সবটুকু দিয়ে ভালোভাবে গাইতে। মাঝে মাঝে সুর করি। তবে সংগীত পুরস্কার ২০২৪-এ আমাকে ভূষিত করায় আমি খুব আনন্দিত। আমি কৃতজ্ঞ এর সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি।’

এদিকে আর দু’দিন পরেই প্রকাশ পেতে যাচ্ছে ইউসুফের কণ্ঠে নতুন গান ‘কিছুটা সময়’। গানটি লিখেছেন ড. পল্লব খন্দকার, সুর সুঙ্গীত করেছেন অমিত টিটু চক্রবর্ত্তী। ইউসুফের কণ্ঠে সর্বশেষ প্রকাশিত শ্রোতাপ্রিয় গান ‘আমি চাই তোমাকে’, গানটি লেখা ও সুর করা অভি মঈনুদ্দীনের।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close