বিনোদন প্রতিবেদক
স্থগিত হওয়া পরিচালক সমিতির নির্বাচন ১০ জানুয়ারি
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২৮ ডিসেম্বর। কিন্তু একদিন আগে ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। তবে নির্বাচনটির ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করেছে কমিশন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার এ জে রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৮ ডিসেম্বর পরিচালক সমিতির ২০২৫-২৬ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। যা নানা কারণে তখন স্থগিত করা হয়। তবে সুখবর হচ্ছে, এ নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনারসহ দুই প্যানেলের সবার সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
ভোটগ্রহণ কোথায় অনুষ্ঠিত হবে এমন প্রশ্নের জবাবে এ নির্বাচন কমিশনার বলেন, ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত হলেও স্থান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ সম্ভব হবে বলে আশাবাদ প্রকাশ করেন নির্বাচন কমিশন সহ সব প্রার্থীরা। কিন্তু সেটি যদি সম্ভব না হয়, তাহলে কাছাকাছি কোনো জায়গায় ভোটগ্রহণের আয়োজন করা হবে।
"