বিনোদন প্রতিবেদক

  ০৭ জানুয়ারি, ২০২৫

প্রকাশ্যে রোদেলার ‘রাজকুমার’

কণ্ঠশিল্পী ন্যান্সির মেয়ে রোদেলা মায়ের পথেই হাঁটছেন। ষষ্ঠ শ্রেণিতে থাকতেই তার গানে অভিষেক হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘প্রজাপ্রতি প্রজাপতি’ গানটি দিয়ে সংগীতে যাত্রা শুরু করেন তিনি।

এরমধ্যে জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খানের সঙ্গে ‘হোক বদনাম’ শিরোনামের একটি গানেও তাকে পাওয়া গেছে।

চলতি বছরে গানের সঙ্গেই থাকতে চান বলে জানান রোদেলা। নতুন বছরের শুরুতেই গত রবিবার প্রকাশ হলো তার নতুন গান ‘রাজকুমার’। রাজু চৌধুরীর কথায় এহসান রাহীর সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন সেতু চৌধুরী। শব্দ কারিগরের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হয়েছে।

গানটি নিয়ে রোদেলা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষ্য, নতুন বছরের শুরুতেই গানটি প্রকাশ করতে পেরে ভালো লাগছে। একদিকে নতুন বছর, অন্যদিকে নতুন গান, তাই আনন্দটা একটু বেশি। তবে শ্রোতারা যদি গানটি ভালো ভাবে গ্রহণ করেন তবে আমার আনন্দটা পূর্ণতা পাবে।

গানটি নিয়ে ন্যান্সিও বেশ আশাবাদী। তিনি বলেন, রোদেলা গানটি দারুণ গেয়েছে। আমার সঙ্গে না মিলিয়ে কেউ যদি রোদেলাকে তার মতো দেখে গানটি শোনে ভালো লাগবে। আমার মেয়ে হিসেবে বলছি না, রোদেলা সত্যি ভালো গায়। আমি আশা করছি সে তার যোগ্যতায় এগিয়ে যাবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close