বিনোদন ডেস্ক

  ০৬ জানুয়ারি, ২০২৫

বক্স অফিসে দেবের হুঙ্কার

নতুন বছরের প্রথম দিন থেকেই ওপার বাংলায় সব রেকর্ড ভাঙতে চলেছে দেব অভিনীত ছবি ‘খাদান’। বলা হচ্ছে, এই ছবি দিয়েই বাংলা বাণিজ্যিক ছবির স্বর্ণযুগ ফিরিয়ে এনেছেন দেব। শুধু তাই নয়, নিজের ছবির প্রোমোশনে নিজের সর্বোচ্চটা দিয়েছেন এই নায়ক; আর সেই ছাপই পড়ছে বক্স অফিসে। ভারতীয় গণমাধ্যমের খবর, ২০২৫ সালের ১ জানুয়ারি বক্স অফিসে ১.৬০ কোটির ব্যবসা করে ফেলেছে ছবিটি। দিনের মাঝামাঝি সময়ে ‘খাদান’ এর শো ছিল হাউসফুল। এবার জানা গেল, মুক্তির ১৫ দিনের মাথায় ‘খাদান’ আয় তুলেছে ১২.৩ কোটি রুপি। আর এই তথ্য জানিয়েছে ছবির অন্যতম প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস। তারা আরো জানিয়েছে, নতুন বছরে ছবির ৩১০টি শো হাউসফুল ছিল। ইতোমধ্যে এই ছবিকে ব্লকবাস্টারও ঘোষণা করা হয়েছে। ছবিটি পুরো পশ্চিমবঙ্গের সিনেমাহলের প্রায় ৮৫ শতাংশ দখল করেছিল বলে দাবি করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close