বিনোদন প্রতিবেদক

  ০৬ জানুয়ারি, ২০২৫

নতুন বছরে ‘কাছাকাছি দুইজন’

মারুফ হোসেন সজীব, একজন নাট্যকার, কথা সাহিত্যিক ও নাট্যনির্মাতা। মেহজাবীন চৌধুরী ও আফরান নিশোকে নিয়ে ‘বিলোপ’ নাটক নিচের রচনায় ও নির্দেশনায় নির্মাণ করে আলোচনায় আসেন তিনি। এরপর তার নির্মিত অনেক নাটকই জনপ্রিয়তা পায়। নতুন বছরের জন্য সজীব দর্শকপ্রিয় জুটি ইয়াশ-তটিনীকে নিয়ে নির্মাণ করেছেন ‘কাছাকাছি দুইজন’ শিরোনামের একটি নাটক। এর আগে সজীব ইয়াশ রোহানকে নিয়ে ‘কথা বন্ধু’ ও ‘খুশী’ নামের দুটি নাটক নির্মাণ করেছিলেন। ‘কথা বন্ধু’ গেলো বছরের শুরুর দিকে প্রচারিত হয়েছে। আর ‘খুশি’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে প্রচার হবে। ‘কাছাকাছি দুইজন’ নাটকের গল্প ও চিত্রনাট্য মারুফ হোসেন সজীবের।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইয়াশ রোহান বলেন, ‘নির্মাতা মারুফের চেয়ে নাট্যকার বা লেখক মারুফকে আমার বেশি ভালোলাগে। আমি তার লেখা খুব পছন্দ করি, তার স্ক্রিপ্ট আমার পছন্দ। যে কারণে সজীব ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা হয় অনেক স্ক্রিপ্ট নিয়ে গল্প নিয়ে। ক্রিয়েটিভিটির জায়গা থেকেই আমরা গল্প নিয়ে নানান ধরনের আলোচনা করে থাকি। কাছাকাছি দুইজন নাটকের গল্পটাও খুব সুন্দর। আমার ভালোলেগেছে। আর তটিনী আমার খুব ভালো একজন বন্ধু, তার অভিনয়ও ভালোলাগে।’

তটিনী বলেন, ‘প্রথমবার সজীব ভাইয়ের নির্দেশনায় তার টিমের সঙ্গে কাজ করা। ভালোলেগেছে কাজ করতে। ইয়াশ ভাইয়ার সঙ্গে একসঙ্গে অনেক নাটকে কাজ করা হয়েছে। একসঙ্গে কাজ করতে করতে এখন বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি তারসঙ্গে অভিনয় করতে। কাছাকাছি দুইজন নাটকটির গল্পটা সুন্দর, আমরা দুজনই চেষ্টা করেছি আমাদের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে, আশা করছি দর্শকের ভালোলাগবে।’

মারুফ হোসেন সজীব জানান, শিগগিরই ‘কাছাকাছি দুইজন’ প্রচারে আসবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close