বিনোদন প্রতিবেদক
সুখবর দিলেন মিম
ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। টানা ১২ দিন ছুটি কাটিয়ে দুদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরে নিজেকে কাজে ব্যস্ত রেখেছেন এ অভিনেত্রী। এবার একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন মিম। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড নামে একটি জুয়েলারি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন মিম।
মিম বলেন, ‘মানুষের বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে আমি সবসময় ভালো মানের প্রতিষ্ঠানের সঙ্গে পথ চলা শুরু করি। জেসিএক্স গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রতিষ্ঠানটিও তেমনই একটা প্রতিষ্ঠান। সব জেনে বুঝে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে পথচলা শুরু করলাম। আশা করি এই জার্নি দারুণ হবে।’
প্রতিষ্ঠানটির কর্ণধার মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের দৃষ্টিভঙ্গি হল প্রিমিয়াম-গুণমানের সোনা এবং হীরার গয়না অফার করার মাধ্যমে শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করা। যা পরিশীলিতা, বিশেষত্ব এবং শ্রেষ্ঠত্বের প্রতিনিধিত্ব করে। আমাদের সঙ্গে যুক্ত হলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। আমাদের পথচালা মসৃণ হবে।’
সম্প্রতি জেসিএক্সের একটি বিজ্ঞাপনেও অংশ নিয়েছেন মিম। বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানিয়েছেন নায়িকা।
বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘অন্তর্জাল’। তার আগে পরান ছবি দিয়ে দারুণ সাড়া ফেলেন এই নায়িকা। প্রস্তুতি নিচ্ছেন নতুন সিনেমার শুটিংয়ের জন্যও। তবে নতুন সিনেমার বিষয়ে আপাতত মুখ খুলতে নারাজ তিনি। শিগগিরই অফিসিয়ালি নতুন কাজের ঘোষণা আসবে নায়িকার পক্ষ থেকে।
"