বিনোদন ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০২৪

বিশ্ব চলচ্চিত্রে নেতৃত্ব চায় সৌদি

বিশ্ব চলচ্চিত্রের আঙ্গিনায় মজবুত নেতৃত্বের আশায় নানা পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরবের সরকার। এরইমধ্যে নানা রকম কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে। এবার দেশটির দুই প্রতিষ্ঠান নিওম মিডিয়া হাব এবং হাকাওয়াতি এন্টারটেইনমেন্ট একটি চুক্তি করেছে। এর মাধ্যমে তারা মোট ৯টি সিনেমা তৈরি করবে। এ ছাড়া সিনেমা তৈরির জন্য একটি নতুন প্রোডাকশন সার্ভিসও তৈরি করবে তারা। এটি হলিউডের পরিচালক ও শিল্পীদের সঙ্গে বড় বিনিয়োগের সিনেমা নির্মাণে সহায়াতা করবে।

তাদের লক্ষ্য সৌদির বিনোদন শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করা। বিশেষ করে সৌদি চলচ্চিত্র শিল্পকে বিশ্বমঞ্চে তুলে ধরা। এ ছাড়া এই অংশীদারিত্ব শোবিজ বিষয়ক নানা রকম প্রশিক্ষণেও গুরুত্ব দেবে। ২০২৫ সালের মধ্যে নিওমে একটি ‘হাকাওয়াতি কমিউনিটি’ প্রতিষ্ঠা করা হবে। এটি সৌদি আরবের সৃজনশীল ব্যক্তিদের নিয়ন্ত্রণে থাকবে। পৃথিবীর নানা রকম শিল্প-সংস্কৃতির সঙ্গে যোগাযোগ তৈরি ও বিনোদন বাণিজ্যের বিস্তার ঘটাতে কাজ করবে এই কমিউনিটি। নিওমের এন্টারটেইনমেন্ট প্রধান মাইকেল লিঞ্চ বলেন, ‘হাকাওয়াতির সঙ্গে এই অংশীদারিত্ব সৌদি আরবের মিডিয়া শিল্পের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close