বিনোদন প্রতিবেদক

  ১১ ডিসেম্বর, ২০২৪

‘ধ্রুব’ থেকে জয়ের অভিষেক

জোবায়েদ জাহাঙ্গীর জয়, এই প্রজন্মের এমনই একজন গায়ক যার গান একবার যারা শুনছেন, বারবারই তারা তার কণ্ঠে গান শোনার জন্য উদগ্রীব হয়ে থাকেন। এই প্রজন্মের এমন অনেক শিল্পীও আছেন যারা জয়ের কণ্ঠের ভীষণ ভক্ত। সেসব শিল্পীরা সরাসরি ফেসবুকে তার বিভিন্ন ধরনের গানের পোস্টে সেই ভালোলাগার কথা লিখেনও। ২০১২ সাল থেকে গানের ভুবনে পেশাদার যাত্রা জয়ের। দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও স্টেজ শোতে সংগীত পরিবেশন করেছেন। এই স্টেজ মৌসুমে বলা যায় প্রায় প্রতিদিনই জয় স্টেজ শো নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন।

এদিকে জয় জানান, দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন থেকে’ তার প্রথম মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। গানের শিরোনাম ‘ফিরবোনা’। গানের কথা ও সুর জয়ের নিজের। মূলত আজ থেকে বেশ কিছুদিন আগে ‘ধ্রুব মিউজিক স্টেশন’র উদ্যোগে ‘আমার গান’ নামক একটি সংগীত বিষয়ক প্রতিযোগিতা শুরু হয়েছিল। এই প্রতিযোগিতায় দশ হাজার জনের মধ্যে সেরা ১০০’তে এবং পরবর্তীতে সেরা ত্রিশ-এ স্থান করে নেন জয়। এরইমধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজ শেষ করেছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’। নিজের প্রথম মৌলিক গান নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। বলা যায় এই গান প্রকাশের আগেই এক অনর‌্যকম ঘোরে আছেন জয়।

জয় বলেন, ‘পেশাগতভাবে আমি একজন সংগীতশিল্পী। গান গাইতেই আমার ভীষণ ভালোলাগে। এই ভালোলাগা দুনিয়ার অন্য কোনোকিছুর মাঝে খুঁজে পাই না। ভালোলাগে বাংলাদেশের প্রতিথযশা শিল্পীদের গাওয়া গানগুলো বুকে ধারণ করে গাইতে। এ ছাড়াও ভারতীয় বাংলা, হিন্দী গানসহ আরো কয়েকটি ভাষায় আমি গান গাইতে পারি। যখন আমি গান করি দুনিয়ার অন্য কোনো কিছু নিয়ে আর ভাবিনা। গানকেই নিজের মধ্যে ধারণ করে বাঁচতে চাই। একজন সত্যিকারের পরিপূর্ণ শিল্পী হতে চাই। আর অনেক অনেক কৃতজ্ঞতা ধ্রুব মিউজিক স্টেশনের প্রতি। কারণ আমার গান-রিয়েলিটি শোর মধ্যদিয়ে আমার নিজের প্রথম মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে।’

জয় জানান, শিগগিরই তার প্রথম মৌলিক গান ‘ফিরবোনা’ দ্রুত প্রকাশ পেতে যাচ্ছে। জয়ের গানে হাতেখড়ি তার মা জোবায়দা হোসেন লাভলীর কাছে। তার বাবা জাহাঙ্গীর সোবহানও তাকে গানে অনুপ্রেরণা দেন। মূলত সুফি ঘরানার গান গাইতে তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। রাহাত ফতেহ আলী খান, কৈলাশ খেরর গান গাইতে বেশি ভালোলাগে তার। মায়েল কাছে গানে হাতেখড়ি নেবার পর বেশকিছুদিন তিনি গরহর জামিল প্রতিষ্ঠিত ‘জাগো আর্ট সেন্টার’-ও সংগীতে তালিম নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close