বিনোদন ডেস্ক
ইউলিয়াকেই বিয়ে করতে যাচ্ছেন সালমান!
বলিউড সুপারস্টার সালমান খান। প্রাণনাশের হুমকির মাঝেই ‘দাবাং টু’ সিনেমার শুটিং করছিলেন। এরই মধ্যে প্রেমিকা ইউলিয়া ভান্তুরের বাবার জন্মদিনের নিমন্ত্রণে শত ব্যস্ততার মাঝেও শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন নায়ক। শুধু তাই নয় ইউলিয়া ও তার বাবা-মায়ের সঙ্গে ‘ফ্যামিলি ফটো’ও তুলেছেন। এতেই নেটিজেনদের প্রশ্ন। তাহলে ‘প্রেমিকা’ ইউলিয়াকেই কি বিয়ে করতে যাচ্ছেন বলিউড ভাইজান? সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রেমিকা ইউলিয়া ভান্তুর সালমানের সঙ্গে ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, নিজের জীবনের ‘দুই নায়কে’র কথা বলতে গিয়ে বাবার পাশে জায়গা দিলেন সালমানকে। সম্প্রতি বাবার জন্মদিন উদ্?যাপনের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইউলিয়া। আর সেই ছবিতে দেখা মিলেছে সালমানের। একটি ছবিতে বাবার কাঁধে মাথা রেখে বসে আছেন ইউলিয়া। তাদের পেছনে হাসিমুখে দাঁড়িয়ে সালমান। অন্য ছবিতে, ইউলিয়ার মা ও বাবার সঙ্গে দাঁড়িয়ে অভিনেতা। একদম হাসিখুশি পরিবারের প্রতীকস্বরূপ। তবে সবার নজর কেড়েছে ছবির সঙ্গে লেখা ইউলিয়ার ক্যাপশন। বাবা ও সালমানের সঙ্গে তোলা ছবিতে ইউলিয়া লিখেছেন, ‘দুই নায়ক’।
প্রশ্ন উঠেছে, প্রত্যেক মেয়ের জীবনে বাবা নায়কই হন। বাবার পাশে সালমানকে জায়গা দিয়ে কি সম্পর্কের গভীরতারই ইঙ্গিত দিলেন ইউলিয়া? শুধু তাই নয়, সালমান যে ইউলিয়ার পরিবারের অংশ হয়ে উঠেছেন, তা-ও স্পষ্ট ছবি দু’টিতে।
"