বিনোদন প্রতিবেদক

  ০৯ ডিসেম্বর, ২০২৪

সিনেমায় টাইটেল গানে লুইপা

এই প্রজন্মের শিল্পীদের মধ্যে সংগীতশিল্পী লুইপার এক অন্যরকম গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণত তিনি বছরজুড়ে যে স্টেজ শোগুলোতে অংশগ্রহণ করেন শ্রোতা দর্শকের কাছ থেকে বিশেষত আবদার থাকে বাংলাদেশের পুরোনো দিনের সিনেমার গান গাইবার অথবা ভারতীয় বাংলা গান গাইবার। তবে স্টেজ শোতে লুইপা নিজের মৌীলক গান গাওয়ার পাশাপাশি দর্শকের অনুরোধ রাখার চেষ্টা করেন। কারণ একজন শিল্পীর মূল পরিচয় তার মৌলিক গানে। সেটা হোক আধুনিক গান কিংবা হোক সিনেমার গান। লুইপার কণ্ঠে বেশকিছু আধুনিক গান জনপ্রিয়তা পেয়েছে। তবে সিনেমায় তার গানের সংখ্যা একেবারেই কম। খুবই কম সুযোগ পেয়েছেন তিনি সিনেমার গানে।

তৃতীয়বারের মতো লুইপা সিনেমায় প্লে-ব্যাক করেছেন এসডি রুবেলের নির্মাণাধীন সিনেমা ‘নীল আকাশে পাখি উড়ে’। এসডি রুবেলের লেখা ও সুর করা ‘নীল আকাশে পাখি উড়ে’ গানটিই এই সিনেমার টাইটেল সং। আর এবারই প্রথম লুইপা কোনো সিনেমার টাইটেল সং গাইলেন। এরইমধ্যে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটিতে লুইপার সহশিল্পী এসডি রুবেল।

লুইপা বলেন, ‘আমার প্রথম প্লে-ব্যাক ধীরে ধীরের জন্য অনেক সাড়া পাই। বলা যায় গানটি আমার মনের মতো একটি গান। তবে সিনেমায় আমার গানের সংখ্যা খুব কম। অথচ আমার প্রবল ইচ্ছে সিনেমাতে প্লে-ব্যাক করার। আমার বিশ্বাস সিনেমাতে আরো গান গাওয়ার সুযোগ পেলে শ্রোতা দর্শককে আরো ভালো ভালো গান উপহার দিতে পারব আমি। ধন্যবাদ রুবেল ভাইকে আমাকে তার সিনেমায় একটি গান গাইবার সুযোগ করে দেবার জন্য। জানিনা কেমন গেয়েছি, তবে কথা ও সুর আশা করছি শ্রোতা দর্শকের ভালোলাগবে’।

এদিকে সেরাকণ্ঠ’খ্যাত বগুড়ার মেয়ে লুইপা প্রথম প্লে-ব্যাক করেন রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায়। রবিউল ইসলাম জীবনের লেখা ও ইমন চৌধুরীর সুর করা ‘ধীরে ধীরে তোর স্বপ্নে আমি কখন যে হারিয়ে গেলাম’ গানটি। এই গানটি এখন পর্যন্ত ‘লাইভ টেক’ ইউটিউব চ্যানেলে ৪৬ লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। সিনেমায় লুইপার দ্বিতীয় গান সোলায়মান আলী লেবু পরিচালিত ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার ‘পাগল মন’ গানটি। গানটি লিখেছেন আহমেদ কায়সার, সুর করেছেন আশরাফ উদাস। নতুন করে সংগীতায়োজন করেছেন জাভেদ আহমেদ কিসলু। গানটিতে লুইপার সহশিল্পী ইমরান মাহমুদুল। ‘এসবি মুভি সংস’-এ গানটি এখন পর্যন্ত ৬০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close