বিনোদন প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০২৪

‘ভবের নদী’তে বাপ্পা মজুমদার-সাঈদা শম্পা

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের সঙ্গে একটি দ্বৈত গান নিয়ে আসছেন কণ্ঠশিল্পী সাঈদা শম্পা। গানটির শিরোনাম ‘ভবের নদী’। গানটির সুর করেছেন প্রয়াত কিংবদন্তী সংগীতশিল্পী লাকী আখন্দ। সংগীতপরিচালনা করেছেন বাপ্পা মজুমদার। এটি লিখেছেন গীতিকার গোলাম মোর্শেদ। আজ বৃহস্পতিবার ‘গান জানালা’র ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে।

গানটি প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘লাকী আখন্দর সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আমার খুব ভালো লাগছে তার সুরে এমন একটি গান করতে পেরে। এজন্য মোর্শেদ ভাইকে ধন্যবাদ জানাই। আমার সঙ্গে শম্পা দারুণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদের গানটি ভালো লাগবে।’

সাঈদা শম্পা বলেন, ‘লাকী আখন্দের সুরে গান করতে পারা যেকোনো শিল্পীর জন্য আনন্দের বলতে হয়। এর সঙ্গে বাপ্পা মজুমদারের কণ্ঠ যোগ হয়েছে ‘ভবের নদী’ গানে। আমি আশা করছি শ্রোতারা গানটি শুনলে নিরাশ হবেন না।’ গীতিকার গোলাম মোর্শেদ বলেন, “বাপ্পাকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা থেকে বলি লাকী ভাইয়ের সুরে একটা গান আছে ‘ভবের নদী’ শিরোনামে। বাপ্পা বললা, বাহ্, সুন্দর কথা তো! এখনোই কি একটু শোনা যাবে? বাপ্পা গানটা শুনলো এবং বললো খুব পছন্দ হয়েছে। কি দারুণ সুর, কি যে ভেরিয়েশন লাকী ভাইয়ের সৃষ্টিতে! এখানেই লাকী ভাই অনন্য! এরপর বাপ্পা গানটির মিউজিক করে। আমার লেখা লাকী আখন্দ-সামিনার ‘আনন্দ চোখ’ এবং ফাহমিদা-বাপ্পার ‘এক মুঠো গান-১’ এবং ফাহমিদা-নিপোর ‘ইউসুফ জুলেখা’ এ ৩টি অ্যালবাম গত ২০ বছর থেকে আজ অবধি মানুষের মুখে মুখে। এ গানটিও সে ধারাবাহিকতা রক্ষা করবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close