বিনোদন প্রতিবেদক

  ০৫ ডিসেম্বর, ২০২৪

‘প্রেম দিওয়ানা দাদী’ দিলারা জামান

একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান বেশ কয়েকমাস আগে একটি নাটকে অভিনয় করেছিলেন। নাটকের নাম ‘প্রেম দিওয়ানা দাদী’। এই নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় নাট্যাভিনেতা আবদুন নূর, সজল ও এ প্রজন্মের নতুন প্রিয় মুখ জারা জয়া। নাটকটি রচনা করেছেন ফারুক আহম্মেদ রানা, পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘অনেকদিন আগে এ নাটকে অভিনয় করেছি। গল্পটা ঠিকঠাক পুরোপুরি মনে নেই। তবে এটুকু মনে আছে কমেডি ঘরানার একটি নাটক এটি। গল্পটা ভালো। নির্মাতাও যত্ন নিয়ে কাজটি করেছিলেন। আমার সঙ্গেতো সজল এর আগেও অনেক নাটকে অভিনয় করেছে। সজল নিঃসন্দেহে ভালো অভিনেতা। চেষ্টা করে পূর্ণ মনোযোগ দিয়ে কাজটা করতে। আর নতুন যে মেয়েটি জারা জয়া, সেও চেষ্টা করেছে তার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে। সত্যি বলতে কী নতুনদের উৎসাহ দিতে হয়, তাতে তাদের ভেতর আত্মবিশ্বাস তৈরি হয় আরো ভালো করার। সজল ও জারা জয়ার জন্য শুভ কামনা রইল।’ জারা জয়া বলেন, ‘শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডামের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এত গুণী এত মহান একজন শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত, গর্বিত। ধন্যবাদ পরিচালককে আমাকে এমন একটি কাজে সুযোগ দেওয়ায়। ধন্যবাদ সজল ভাইয়াকে আমাকে সহযোগিতা করায়। এ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।’ শিগগিরই নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। এদিকে দিলারা জামান এরই মধ্যে এম রাহিমের পরিচালনায় ‘জংলি’ সিনেমার কাজ শেষ করেছেন। এছাড়াও জাকারিয়া শৌখিনের পরিচালনায় নাটকের কাজও শেষ করেছেন। নতুন হিসেবে জারা জয়া অভিনয়ে বেশ ভালো করছেন। সম্প্রতি প্রকাশিত ‘মায়ের সন্ধান’ নাটকেও তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। এরই মধ্যে জারা আহমেদ জসীমের পরিচালনায় ‘অধিকার’ নাটকের কাজ শেষ করেছেন। এছাড়াও তাইফুর জাহান আশিকেরও একটি নাটকে অভিনয় করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close