বিনোদন প্রতিবেদক

  ০৪ ডিসেম্বর, ২০২৪

মুক্তি ভালো মনের মানুষ

রবি চৌধুরী

গেল ১ ডিসেম্বর ছিল বাংলাদেশের সিনেমার ‘চাঁদের আলো’খ্যাত নায়িকা মুক্তির জন্মদিন। দিনটি উপলক্ষে রাজধানীর বনশ্রীর একটি রেস্টুরেন্টে মুক্তির মা কিংবদন্তী অভিনেত্রী আনোয়ারার আগ্রহে এবং মুক্তিরই উদ্যোগে বিশেষ আয়োজন করা হয়েছিল। এ আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্রের অনেক শিল্পী, সাংবাদিকসহ মুক্তির পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন। ছিলেন গুণী সংগীতশিল্পী রবি চৌধুরী। তাকে ভীষণ শ্রদ্ধা করেন মুক্তি। তাই নানা ব্যস্ততাকে পাশ কাটিয়ে রবি চৌধুরী সেদিন উপস্থিত হয়েছিলেন মুক্তির জন্মদিনে।

রবি চৌধুরী বলেন, ‘আমাদের চলচ্চিত্রের গর্ব, চলচ্চিত্রের অহংকার শ্রদ্ধেয় আনোয়ারা আপা। তারই সুযোগ্য উত্তরসূরী মুক্তি। মায়ের গুণেই মেয়ে। যে কারণে মুক্তিও ভালো একজন মানুষ, ভালো মনের একজন মানুষ। আর বিষয়টা এমন যে মানুষের সঙ্গে মিশলে সহজেই বুঝা যায় কে ভালোকে মন্দ। মুক্তিকে দেখলে, তার সঙ্গে মিশলেই বুঝা যায় সে ভালো মানুুষ। তার জন্মদিনে আমাকে আমন্ত্রণ করায় তার প্রতি কৃতজ্ঞ। তার জন্য অনেক অনেক শুভ কামনা।’ মুক্তি বলেন, ‘খুব অল্প সময়ে আসলে এবারের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয়েছিল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close