বিনোদন প্রতিবেদক

  ০১ ডিসেম্বর, ২০২৪

সাব্বিরের সুরে প্রমির ‘খুব আদরে’

প্রথমবারের মতো গায়ক, সুরকার, সংগীত পরিচালক সাব্বির জামানের সুর সংগীতে একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তামান্না প্রমি। ‘খুব আদরে’ শিরোনামের এই গানটি বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশিত হয়েছে। এটি লিখেছেন এনআই বুলবুল। সুর সংগীত করেছেন সাব্বির জামান। অনেকটা হঠাৎ করেই এই গানের সুর আসা এবং তারপর গীতিকারের সঙ্গে সাব্বির জামানের কথোপকথনের পর এ গানের সৃষ্টি। দ্রুততম সময়ের মধ্যেই এ গানের পুরো কাজ শেষ করে তার ভিডিও নির্মাণ করা হয়। ভিডিওতে প্রমির সঙ্গে সাব্বির জামানও ছিলেন। ভিডিও পরিচালনায় ছিলেন শান সায়েক। যিনি মূলত একজন গায়ক ও সুরকার, সংগীত পরিচালক।

‘সাব্বির জামান বলেন, ‘এই গানের থিমটা শানের দেওয়া। একদিন আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডাতেই হঠাৎ করে সুর চলে আসে। তখন আসলে আমাদের কাছে লিরিক ছিল না। তো লিরিকের জন্য এনআই বুলবুলকে ফোন করলাম। বিশ মিনিটের মধ্যে বুলবুল লিরিক পাঠিয়ে দিলেন। ব্যস, এভাবেই এ গানের যাত্রা শুরু হলো। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে গানটি এ সময়ের উপযোগী একটি গান।’

তামান্না প্রমি বলেন, ‘কৃতজ্ঞতা সাব্বির জামান ভাইয়ের কাছে। কারণ তিনি আমাকে সময়োপযোগী একটি চমৎকার সুরের গান উপহার দিয়েছেন। আর সুরের সাথে সংগীত রেখে চমৎকার গীতিকবিতা লিখে দিয়েছেন বুলবুল ভাই। সুর, গানের কম্পোজিসন এবং গীতিকবিতা সব মিলিয়ে আমার কাছে গানটি ভালোলাগার। আর নান্দনিক একটি মিউজিক ভিডিও করেছেন শান ভাই, তার প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা। শ্রোতা দর্শকের কাছে অনুরোধ রইল, গানটি উপভোগ করে আপনাদের অভিমত জানাবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close