বিনোদন প্রতিবেদক
আলভী-তিশার ‘জোনাকির আলো নেই’
বাংলাদেশের চলচ্চিত্রের ও নাটকের গুণী নির্মাতা এস এ হক অলিক এবার তার নিজ এলাকা জামালপুরের মনোরম লোকেশনে একটি খণ্ড নাটক নির্মাণের কাজ শেষ করেছেন। নাম ‘জোনাকির আলো নেই’। যার মূল গল্প মিজানুর রহমান মিলনের। নাট্যরূপ ও পরিচালনা করেছেন এস এ হক অলিক। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের দর্শকপ্রিয় দুই অভিনয়শিল্পী জাহের আলভী ও তাসনুভা তিশা। নাটকে জোনাকি চরিত্রে তিশা ও সুমন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী।
নির্মাতা এস এ হক অলিক বলেন, ‘এটি মূলত একটি প্রেমের নাটক। সাদামাটা গল্প। কিন্তু উপস্থাপনটা একেবারেই আলাদা। জাহের আলভী ও তিশাকে নিয়ে এটা আমার প্রথম কাজ। দর্শককে দুজনের চরিত্রকে যেভাবে দেখাতে চেয়েছি দুজনই ঠিক তেমনই অভিনয় করেছেন।’
জাহের আলভী বলেন, ‘এ নাটকের গল্পটা প্রেমের কিন্তু সাথে পরিবারের সম্পৃক্ততা আছে। অলিক ভাই যত্ন নিয়ে কাজটি করার চেষ্টা করেছেন। আমার কাছে গল্পটা এবং অলিক ভাইয়ের নির্দেশনা ভালো লেগেছে। আর আমার সহশিল্পী তিশার সঙ্গে এর আগেও অভিনয় করেছি। তিশা সবসময়ই সহযোগিতাপরায়ণ এবং আমাদের পরিকল্পনা আছে যে আমরা সামনে একসঙ্গে বেশকিছু কাজ করব।’
তাসনুভা তিশা বলেন, ‘অলিক ভাইয়ের নির্দেশনা এক কথায় দুর্দান্ত, চমৎকার, গুছানো। ছোটবেলায় যখন থেকেই তার নাটক বা সিনেমা দেখি তখন থেকেই তার নামটির সঙ্গে বেশ পরিচিত। তো যেহেতু তিনি একজন সিনিয়র পরিচালক। তাই বুঝে উঠতে পারছিলাম না কাজটা কেমন হবে, কীভাবে কী করবো আমি, আলভী। কিন্তু অলিক ভাই আমাদের সেই কম্পোর্ট জোনটা দিয়েছেন মন দিয়ে কাজটা করার জন্য। সেইসঙ্গে তার বিনয় যেমন মুগ্ধ করেছে, সেইসঙ্গে প্রতিটি দৃশ্যের আগে অভিনয় শিখিয়ে দেওয়ার বিষয়টা আরো অভিভূত করেছে।’
এস এ হক অলিক জানান, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। এতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, ম আ সালাম, শওকত শোভন প্রমুখ।
এদিকে জাহের আলভী এরই মধ্যে সঞ্জিত সরকারের পরিচালনায় একটি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। এটি তার বর্তমান সময়ের একমাত্র ধারাবাহিক। এরই মধ্যে তাসনুভা তিশা অভিনীত তিনটি নতুন নাটক গেল বৃহস্পতিবার ইউটিউবে প্রকাশ পেল।
"