বিনোদন প্রতিবেদক

  ৩০ নভেম্বর, ২০২৪

খোলা চুল আর নো মেকআপ লুকে পরীমনি

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময়ই নিজের ভিডিও-ছবি দিয়ে ভক্ত-অনুরাগীর নজর কাড়েন তিনি। এবার পরীমনির নতুন একটি ছবি দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরা।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে জুড়ে দিয়েছেন জবা ফুলের ইমোজি। ছবির সঙ্গে মিউজিকও যুক্ত করেন।

ছবিগুলোয় দেখা যায়, পরীমনির পরনে রয়েছে গোলাপি রঙের হুডি। জবা গাছ ধরে দাঁড়িয়ে ফুলের সৌন্দর্য অবলোকন করেন তিনি। খোলা চুল আর নো মেকআপ লুকে পরীমনিকে দেখতে বেশ লাস্যময়ী লাগছে। বিভিন্ন ঢঙে জবা ফুল ধরে ক্যামেরায় পোজ দেন তিনি।

ফেসবুকে ছবিগুলো দেওয়া মাত্রই পরীমনির মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েন নেটিজেনরা। একজন লিখেছেন, ভীষণ আদুরে। এই মন্তব্যের জবাবে গোলাপ ফুলের ইমোজি দিয়ে তাকে রিপ্লাই দেন চিত্রনায়িকা।

প্রসঙ্গত, সর্বশেষ গত ৮ নভেম্বর ওটিটিতে মুক্তি পায় পরীমনি অভিনীত ‘রঙিলা কিতাব’। সিরিজে তার সঙ্গে জুটি বেঁধেছেন মোস্তাফিজ নূর ইমরান। এটি নির্মাণ করেন অনম বিশ্বাস। এতে একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে পরীমনিকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close