বিনোদন প্রতিবেদক

  ২৯ নভেম্বর, ২০২৪

সংগীতাঙ্গনে দুই দশক পেরিয়ে রাশেদ

একেবারেই ভিন্ন ধরনের একটা মেলোডি ভয়েজ শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী রাশেদের। ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গান দিয়ে যিনি দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। রিয়েলিটি শো ক্লোজআপ ওয়ানে অংশগ্রহণের আগেই রাশেদ ২০০৩ সালে ‘বেনসন অ্যান্ড হেজেস’ আয়োজিত রিয়েলিটি শোতে সারা বাংলাদেশ থেকে অংশগ্রহণ করা সব শিল্পীদের মধ্যে রাশেদ বেস্ট ভোকাল হয়েছিলেন। এই রিয়েলিটি শোতেই তার প্রথম মৌলিক গান ‘এই চাঁদ’ গাওয়া হয়েছিল রাশেদের। তবে এই গানটি পরে প্রকাশ পায় তার অন্যান্য কয়েকটি মৌলিক গান প্রকাশের পর। ২০০৫ সালে ক্লোজআপ ওয়ান ‘তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় মৌলিক গানের পর্বে ‘আমি খুঁজেছি তোমায় মাগো’ গানটি গেয়ে দারুণ সাড়া ফেলেন রাশেদ। এটি লিখেছিলেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছিলেন শওকত আলী ইমন। প্রতিযোগিতায় শীর্ষ একটি স্থানে উঠে আসার পর সংগীত জীবনে পেশাদারি পথচলা শুরু হয় তার। স্টেজ শোতে ব্যস্ততা বাড়তে থাকে তার।

সংগীত জীবনের দুই দশকের পথচলা এবং সংগীত জীবনের প্রাপ্তি প্রসঙ্গে রাশেদ বলেন, ‘দেখতে দেখতে গানের ভুবনে পথচলার দুই দশক পেরিয়ে গেছে, এটা ভাবলেই শিহরিত হই। গান গাওয়াকে ঘিরে কত কত না মধুর স্মৃতি আজও চোখে স্পষ্ট। চলার পথে গুণী সংগীতশিল্পী, সুরকারদের স্নেহ-ভালোবাসায় সিক্ত হয়েছি আমি। তাদের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। বাংলাদেশের কিংবদন্তি অনেক শিল্পীর কাছ থেকে শুধু আমার গায়কির কারণে ভালোবাসা পেয়েছি, এটাই জীবনের অনেক বড়প্রাপ্তি। শ্রোতা-দর্শকের প্রতি কৃতজ্ঞ যে তারা আমার পাশে আছেন সব সময়।’

এদিকে চলতি মাসেই রাশেদের কণ্ঠে নতুন তিনটি গান প্রকাশিত হয়েছে। গানগুলো হলো ‘দোলা’ (লিখেছেন শেখ নজরুল, সুর করেছেন ফিদেল নাইম), বিদায় (লিখেছেন অন্তরালয় জাহাঙ্গীর, সুর করেছেন শান সায়েক) ও ‘নিলিনা খবর’ (লিখেছেন এন আই বুলবুল, সুর করেছেন রোকন ইমন)। এ ছাড়া আরো বেশ কিছু নতুন মৌলিক গান রয়েছে, যেগুলো শিগগিরই প্রকাশ পাবে রাশেদের কণ্ঠে।

চট্টগ্রামের ছেলে রাশেদ কতটা বিনয়ী তা ইন্ডাস্ট্রির সবারই জানা। বাংলাদেশ বেতারে এখন পর্যন্ত তার এক শতাধিক মৌলিক গান প্রচারিত হয়েছে। এ ছাড়া বিটিভিতেও অসংখ্য মৌলিক গান প্রকাশিত হয়েছে। তার প্রকাশিত প্রথম একক অ্যালবাম ছিল ‘ফেরিওয়ালা’।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close