বিনোদন ডেস্ক
আলিয়ার গোপন তথ্যফাঁস!
বলিউড দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট প্রায়ই কোনো না কোনো কারণে খবরে থাকেন। তবে এবার অভিনেত্রীর অবাক করা একটি ঘটনা ফাঁস করলেন স্বামী রণবীর। যে ঘটনা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এমন মহান ব্যক্তিত্বকে নাকি চেনেনই না অভিনেত্রী?
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর কাপুর সম্প্রতি গোয়ায় একটি চলচ্চিত্র উৎসবে যোগ দেন। সেই সময়, অভিনেতা তার স্ত্রী অর্থাৎ আলিয়া ভাটের সঙ্গে তার প্রথম সাক্ষাতের কথাও বলেছিলেন। সেই অনুষ্ঠানে স্ত্রী আলিয়াকে নিয়ে এমনই কিছু অজানা, গোপন কথা জানালেন রণবীর কাপুর। দুজনের বয়সের ব্যবধান যথেষ্ট। সেই সময় বয়স আরো কম আলিয়ার। প্রথম দেখাতেই নাকি রণবীর কাপুরের কাছে আলিয়া জানতে চেয়েছিলেন, ‘কিশোর কুমার কে?’ প্রশ্নের উত্তর দিয়েছিলেন অভিনেতা।
শুধু আলিয়াকে নিয়ে নয়, সংস্কৃতি ও শিল্প নিয়েও অনুষ্ঠানে কথা বলেন রণবীর। জানান, নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব। রণবীরের কথায়, ‘নিজেদের সংস্কৃতি ও শিল্পের উৎস সংরক্ষণ করে রাখা প্রতিটা প্রজন্মের দায়িত্ব।’ তাই তারা ১৩ থেকে ১৫ ডিসেম্বর সারা ভারতে ‘রাজ কাপুর চলচ্চিত্র উৎসব’ আয়োজন করতে চলেছেন। রাজ কাপুরের ১০টি ছবি দেখানো হবে এই চলচ্চিত্র উৎসবে। এই ঘোষণার মঞ্চেই আলিয়াকে নিয়ে এই মন্তব্য করেন অভিনেতা।
রণবীর জানান, তিনি রাজ কাপুরের একটি জীবনীচিত্রও তৈরি করার কথাও ভাবছেন। এর জন্য পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কথা বলেছেন তিনি। রাজ কাপুরের ‘শ্রী ৪২০’-ও পুনর্নির্মাণ করার পরিকল্পনা রয়েছে রণবীরের।
"