বিনোদন প্রতিবেদক
৯ বছর পর আইয়ুব বাচ্চুর আনরিলিজ গান
রক আইকন আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর তার প্রথম কোনো আনরিলিজ ট্র্যাক মুক্তি পেতে যাচ্ছে। আইয়ুব বাচ্চুর একাধিক জনপ্রিয় গানের গীতিকবি নিয়াজ আহমেদ অংশুর লেখা গানটির শিরোনাম ‘ইনবক্স’। গানটি লেখার পর আইয়ুব বাচ্চুর কণ্ঠে এটি ধারণ করা হয় আরো ৯ বছর আগে। তবে গানটির কথা ও প্রেক্ষাপট যেন এখনো সমকালীন।
এবি ফাউন্ডেশনের উদ্যোগে তানভীর তারেকের নির্দেশনায় এটি মিউজিক ভিডিও আকারে প্রকাশ পাচ্ছে। গানটি হার্ড ড্রাইভ থেকে উদ্ধার করে মিক্স মাস্টার করে রিলিজের জন্য প্রস্তুত করেছেন আইয়ুব বাচ্চুর ছায়াসঙ্গীখ্যাত এলআরবির গিটারিস্ট আব্দুল্লাহ মাসুদ। মাসুদ বলেন, ‘আমাদের হার্ড ড্রাইভে বসের একাধিক গান রয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবি ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিকভাবে গানগুলো মুক্তি দেব। সেই ধারাবাহিকতায় ‘ইনবক্স’ গানটি দিয়ে এর যাত্রা শুরু হলো। দেশের অগণিত এবি ভক্তের জন্য এটি এক দারুণ সংবাদ বলে আমি মনে করি।’
ইনবক্স গানটি প্রসঙ্গে গীতিকবি নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘গানটি জেনজিদের নিয়ে লেখা। বরাবরই আমাদের রক আইকন সময়ের খানিক আগে থেকেই সবকিছু চিন্তা করতেন এবং কাজ করতেন। ইনবক্স শুনে মনে হবে এটি হয়তো মাত্র গত সপ্তাহে বানিয়ে রিলিজ দেওয়া হয়েছে। আমার বিশ্বাস, এবি-ভক্তদের ভালো লাগবে।’
গানটি চিত্রায়ণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানেটিকাট শহরের বেশ কটি লোকেশনে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আইয়ুব বাচ্চুর আরেক স্বনামধন্য গীতিকবি তানভীর তারেক। ইনবক্স গানটি প্রসঙ্গে তানভীর তারেক বলেন, ‘গানটি মূলত ইউটিউবে প্রচারের জন্য স্বল্প পরিসরে তৈরি। তাই গানটির ভিডিওর গুণবিচারি না করে সবাই যেন শোনেন। ইনবক্স গানটির ব্যাপারে প্রথমে নিয়াজ আহমেদ অংশু আমাকে জানান, এরপর চন্দনা ভাবির সঙ্গে কথা হয়। তিনি আমাকে দায়িত্ব দিয়ে বলেন, আপনাদের আইয়ুব বাচ্চুর সবচেয়ে কাছের মানুষ ছিলেন। তাই আপনারাই বুঝবেন কীভাবে রিলিজ দিলে ভালো হবে। আর আইয়ুব বাচ্চুর অগণিত ভক্তরা তাকে যেভাবে ভালোবাসেন, তাদের জন্য এই গানটি উপহার হিসেবে থাকল।’
গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন সাব্বির আহমেদ রনি ও রোজ। এখানে উল্লেখ্য, চ্যানেল আইতে কোনো এক তারকাকথন অনুষ্ঠানে আইয়ুব বাচ্চু প্রথম বাংলাদেশ ব্যান্ড মিউজিকের জন্য একটা দিন যেন সর্বজনীনভাবে উদযাপিত হয়, সেই স্বপ্ন ব্যক্ত করেন। পরে নিয়মত ১ জিসেম্বর ‘বাংলাদেশ ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে উদযাপিত হয়ে আসছে। আইয়ুব বাচ্চুর সেই স্বপ্নের দিনটিকে আরো অন্যরকম আমেজ দিতে ও সম্মান দিতে ১ ডিসেম্বর সামনে রেখে নিয়াজ আহমেদ অংশুর লেখা আইয়ুব বাচ্চুর সুর ও সংগীতে ‘ইনবক্স’ গানটি রিলিজ দেওয়া হবে ১ ডিসেম্বর ব্যান্ড মিউজিক ডেতে।
"