বিনোদন ডেস্ক
শিল্পার বিরুদ্ধে সেই অভিযোগ প্রত্যাহার
২০২৩ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় ‘ভাঙ্গি’ শব্দটি ব্যবহার করেছিলেন শিল্পা শেঠি। এ শব্দটি বাল্মিকী সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত করা হয়েছিল বলে অভিযোগ করা হয় নায়িকার বিরুদ্ধে। শিল্পার বিরুদ্ধে করা হয় এফআইআর। সেই এফআইআর ১১ বছর পর প্রত্যাহার করে নেন রাজস্থান হাইকোর্ট।
জানা গেছে, রাজস্থান হাইকোর্টের আইনজীবী প্রশান্ত প্যাটেল এবং রাজ্যের আইনজীবীর সমস্ত যুক্তি শোনার পর ২০১৭ সালের ২২ ডিসেম্বর কোতোয়ালি চুরু থানায় করা এফআইআর নম্বর ২৫৮/২০১৭ বাতিল করে দেওয়া হয়েছে, আইপিসি ১৫৩(এ) ধারা এবং ধারার অধীনে অভিযুক্ত অপরাধের জন্য।
আদালতে শিল্পা শেঠির আইনজীবী প্রশান্ত প্যাটেল বলেন, ‘২০১৩ সালে যে কথাটি অভিনেত্রী বলেছিলেন, এই কথার পরিপ্রেক্ষিতে যে অভিযোগ করা হয়েছিল, সেটি করা হয়েছিল ২২/১২/২০১৭ সালে। হিসাব করলে বোঝা যাবে, প্রায় তিন বছর পর অভিযোগ দায়ের করা হয়েছিল, যা একেবারেই যুক্তিহীন।’
"