বিনোদন প্রতিবেদক
ওটিটিতেই তৃপ্তি খোঁজছেন জাহিদ হাসান
ছোট পর্দার তুমুল জনপ্রিয় একজন অভিনেতা জাহিদ হাসান। নব্বইয়ের দশকে টিভি নাটকে অন্যতম কাঙ্ক্ষিত অভিনেতা ছিলেন তিনি। নাটক থেকে চলচ্চিত্রেও নিজের অধিপত্য দেখিয়েছেন সমানতালে। তবে এখন আর আগের মতো পর্দায় দেখা যায় না এই প্রভাবশালী অভিনেতাকে। নাটকে এখন অনিয়মিতই বলা যায়। কালেভদ্রে শোনা যায় তার নতুন নাটকে অভিনয়ের কথা। তবে সম্প্রতি ওটিটির দিকেই মনোযোগ দিয়েছেন এ অভিনেতা।
ওটিটিতে কাজের প্রসঙ্গে সম্প্রতি গণমাধ্যমকে জাহিদ হাসান বলেন, ‘বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই ওটিটির মাধ্যমে কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। এখন তো টিভি নাটক আর করছি না। পরিবেশটাও আমার চাওয়ার মতো নেই। ওটিটিতে তাই মনোযোগী হচ্ছি। এখানে নিয়মিত থাকার চেষ্টা করব।’ কিছুদিন আগেই নতুন কাজে যুক্ত হওয়ার খবর দিয়েছিলেন এ অভিনেতা। তবে সেগুলোর কোনো অগ্রগতি নেই। সে সময় জাহিদ হাসান জানিয়েছিলেন, টিভি নাটকে নয়, তিনি এখন মনোযোগী অনলাইন প্ল্যাটফরমের জন্য নির্মিত কাজে। তাই নতুন তিনটি ওয়েবের কাজেও যুক্ত হয়েছেন। এর মধ্যে দুটি ওয়েব সিরিজ ও একটি ওয়েব ফিল্ম। এ প্রসঙ্গে তিনি তখন বলেছিলেন, ‘কাজগুলো নিয়ে এরই মধ্যে পরিচালকদের সঙ্গে আলাপ-আলোচনা চূড়ান্ত হয়েছে। পরিচালক রায়হান রাফীর দুটি এবং তানিম নূরের একটি কাজ। তবে “পালাবি কোথায়” নামে একটি কাজ করছি আর বাকি দুটির নাম জানাতে পারছি না। সেগুলোর নাম পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে শিগগির শুটিং শুরু করব।’ তবে শুটিং শুরু করেছেন কি না বা কাজগুলো কবে নাগাদ প্রচারে আসবে, এ বিষয়ে জানতে চাইলে এ অভিনেতা কোনো তথ্য দেননি। নির্মাতাদের পরিকল্পনার বাইরে এখনই কিছু বলতে নারাজ বলে জানিয়েছিলেন অভিনেতা। তবে তিনি নতুন কাজ নিয়েই ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন জাহিদ হাসান। চলচ্চিত্রেও করেছেন অভিনয়। তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার রয়েছে তার হাতে। এর মধ্যে একটি সেরা অভিনেতা বিভাগে এবং দুটি সেরা খল অভিনেতা বিভাগে। এ ছাড়া সেরা টিভি অভিনেতা বিভাগে রেকর্ড ৮টি ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ এবং একটি আরটিভি স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন এই তারকা।
"