বিনোদন প্রতিবেদক

  ২৫ নভেম্বর, ২০২৪

মঞ্চে মেতে উঠছেন সাব্বির-লুইপা

বাংলাদেশের স্টেজ শোর মৌসুম শুরু হয়েছে অনেক আগেই। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে স্টেজ শো যেভাবে শুরু হওয়ার কথা, তা এখনো শুরু হয়নি। টুকটাক দেশের নানা প্রান্তে একটু একটু করে স্টেজ শো শুরু হচ্ছে। এরই মধ্যে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় দুই সংগীতশিল্পী সাব্বির জামান ও জিনিয়া জাফরিন লুইপাও একটু একটু করে স্টেজ শোতে ব্যস্ত হয়ে উঠছেন। এরই মধ্যে অবশ্য তারা দুজন বেশ কিছু টিভি শোতে আলাদাভাবে অংশগ্রহণ করেছেন। গত শনিবার রাজধানীর গলফ ক্লাবে ‘আর্মড ফোর্সেস ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন সাব্বির ও লুইপা। দুজন আলাদাভাবেই সংগীত পরিবেশন করেছেন এই অনুষ্ঠানে।

সাব্বির জামান বলেন, ‘আর্মড ফোর্সেস ডে’তে আয়োজিত বিশেষ এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ভালো লাগল। সত্যি বলতে কী, এখন তো আসলে স্টেজ শোর মৌসুম। কিন্তু আগের মতো এখনো স্টেজ শো জমে ওঠেনি। তার পরও এই আয়োজন ছিল ভীষণ পরিপাটি, গোছানো। যে কারণে গান গাইতেও ভালো লেগেছে। যদিও আমার আর লুইপার একসঙ্গে গান গাওয়ার সুযোগ ছিল না। তবে দুজন একসঙ্গে গাইতে পারলে আরো ভালো হতো।’

লুইপা বলেন, ‘শুরুতেই ধন্যবাদ জানাই আয়োজকদের যারা আমাকে নিমন্ত্রণ করেছেন এমন চমৎকার আয়োজনে। স্টেজ শোতে গান গাইবার ভালো লাগাটাই আসলে অন্যরকম। কারণ এখানে শ্রোতা-দর্শকের সরাসরি প্রতিক্রিয়াটা পাওয়া যায়। তখন গাইতেও ভালো লাগে। আশা করছি, স্টেজ মৌসুম দ্রুত জমে উঠবে। আমাদের প্রিয় শিল্পীরা মঞ্চে মেতে উঠবেন আবার। সবার জন্য শুভ কামনা রইল।’ এদিকে সাব্বির জানান, লুইপার সঙ্গে একটি দ্বৈতগান নিয়ে পরিকল্পনা করছেন তিনি। কারণ লুইপার সঙ্গে নানা সময়ে স্টেজ শোতে সংগীত পরিবেশন করতে হয়। নিজেদের একটি মৌলিক গান হলে বিষয়টা আরো ভালো হয়। এদিকে লুইপা জানান, এরই মধ্যে আরো কয়েকটি স্টেজ শো কনফার্ম হয়েছে। সাব্বির জানান, গতকাল তিনি রংপুরে একটি শোতে সংগীত পরিবেশন করেন। আগামী ৩০ নভেম্বর রাজধানীর উত্তরা ক্লাবে সংগীত পরিবেশন করবেন সাব্বির।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close