বিনোদন প্রতিবেদক

  ২৫ নভেম্বর, ২০২৪

‘মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না’

মোহাম্মদপুর জাপান গার্ডেনে কিছু কুকুরকে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছে। এর মাধে তারকারাও বেশ সরব হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। যেখান এ অভিনেত্রী জানান, মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না।

পোস্ট দিয়ে তমা লিখেছেন, ‘মানুষের মতো দেখতে বলেই সবাই মানুষ হয় না। আপনি মানুষ হয়েছেন কি না সেটা পরীক্ষা করার সহজ একটা উপায় হলো, অন্য একটা প্রাণী আপনাকে বিশ্বাস করে কি না, আপনাকে ভালোবাসে কি না সেটা যাচাই করা।’

অভিনেত্রীর কথায়, ‘একটা কুকুর যদি আপনার পাশে নির্ভয়ে বসে, একটা বেড়াল যদি আপনার ওপরে আস্থা রাখে, একটা পাখি যদি আপনার দেওয়া খাবার নির্ভয়ে খায়, তাহলে বুঝবেন আপনি মানুষ হয়েছেন।’

শেষে বলেন, ‘আপনি যদি কোনো প্রাণীর বিশ্বাসের অমর্যাদা না করেন, তাহলে আপনি মানুষ হয়েছেন। অন্য প্রাণীরাই সাক্ষী দেবে আপনি মানুষ নাকি মানুষের মকো শুধু দেখতে একটা উদ্ভট প্রাণী।’

প্রসঙ্গত, ‘নদীজন’ চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে শ্রেষ্ঠ পাশর্^চরিত্রে অভিনেত্রী বিভাগে তমা মির্জা জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এম বি মানিকের ‘বলো না তুমি আমার’ চলচ্চিত্রের মাধ্যমে তমা চলচ্চিত্রে অভিষিক্ত হন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close