বিনোদন প্রতিবেদক
অনুদানের সিনেমায় গাইলেন রুবেল-মুক্তি
এসডি রুবেলকে শ্রোতা-দর্শক একজন গায়ক হিসেবেই বেশি চিনেন ও জানেন। ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি সিনেমা নির্মাণ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। এতে রুবেল নিজেও অভিনয় করেছিলেন। ২০২৩-২৪ সরকারি অনুদানে তিনি আবারও নির্মাণ করতে যাচ্ছেন তার নিজের লেখা কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় ‘নীল আকাশে পাখি উড়ে’ নামের আরেকটি চলচ্চিত্র। এরই মধ্যে এই সিনেমায় এসডি রুবেল ও অনুপমা মুক্তি একটি দ্বৈতগানে কণ্ঠ দিয়েছেন। গানের শিরোনাম ‘এক দিন তুই অনেক বড় হবি’। এটি লিখেছেন ও সুর-সংগীত করেছেন এসডি রুবেল নিজেই। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এসডি রুবেল বলেন, ‘অনুপমা মুক্তির সঙ্গে এর আগে একটি স্টেজ শোতে একসঙ্গে গান গেয়েছিলাম। কিন্তু এবারই প্রথম তার সঙ্গে কোনো মৌলিক গান গাওয়া হলো। ভীষণ মিষ্টি একটি কণ্ঠ। বিশেষত আমি বলব, চলচ্চিত্রে প্লে-ব্যাকের জন্য পারফেক্ট একটি ভয়েজ। এক কথায় দারুণ গেয়েছেন তিনি। আমিসহ আমাদের পুরো টিম খুশি। তার জন্য অনেক অনেক শুভ কামনা রইল।’
অনুপমা মুক্তি বলেন, ‘অনেক দিন পর কোনো সিনেমায় প্লে-ব্যাক করলাম। গানের বাণী ও সুর আমার কাছে ভালো লেগেছে। আমাকে এই সিনেমায় প্লে-ব্যাকের সঙ্গে সম্পৃক্ত রাখার সিনেমার পরিচালকসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। সিনেমার নামটা আমার কাছে ভালো লেগেছে। গানটি নিয়ে আমি খুব আশাবাদী।’ অনুপমা মুক্তির সিনেমায় সবচেয়ে আলোচিত গান হচ্ছে কোহিনূর আক্তার সূচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায় গাওয়া ‘তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন’। এসডি রুবেল জানান, ডিসেম্বর মাসেই সিলেটের মনোরম লোকেশনে তার ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমাটির শুটিং শুরু হবে। টানা পনেরো দিন এই সিনেমার শুটিং হবে। এখন চলছে শিল্পী নির্বাচনের পালা। এসডি রুবেলের বিপরীতে দুজন নায়িকা এই সিনেমায় অভিনয় করবেন।
"