বিনোদন প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০২৪

সালমা সঙ্গী হলেন রনির ‘আপন মানুষ’-এ

বাংলাদেশের এই প্রজন্মের জনপ্রিয় গায়িকা সালমা। মাঝে নিজের ব্যক্তিগত কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু নিজের পেশাগত কাজ অর্থাৎ গান করা থেকে নিজেকে তিনি দূরে সরিয়ে রাখেননি। একের পর এক নতুন নতুন মৌলিক গান যেমন গেয়েছেন, ঠিক তেমনি স্টেজ শোতেও ব্যস্ত ছিলেন তিনি। যদিও এ সময় খুব বেশি স্টেজ শো হচ্ছে না। তার পরও সালমা আশাবাদী, আগামী ডিসেম্বর-জানুয়ারিতে তিনি স্টেজ শোতে ব্যস্ত সময় কাটাবেন। কিছুদিন আগেই সালমার কণ্ঠে নতুন সংগীতায়োজনে একটি লালনগীতি প্রকাশ পায়। ‘মিলন হবে কত দিনে’ শিরোনামের এই গানটিতে সালমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন ‘চ্যানেল আই সেরাকণ্ঠ-২০২৩’-এর ফাইনালিস্টের গায়িকা ইসফাতারা কায়সার রনি। তবে শ্রোতা-দর্শকের জন্য ভালো লাগার খবর হচ্ছে সালমার কণ্ঠে নতুন আরো একটি মৌলিক গান প্রকাশিত হয়েছে ‘রনিস টিউন’ নামক ইউটিউব চ্যানেলে। এই গানেও সালমার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন রনি। ‘আপন মানুষ’ শিরোনামের এই গানটি লিখেছেন ও সুর-সংগীত করেছেন রোহান রাজ। সালমা বলেন, ‘একটা সময় কিন্তু আমার যারা সিনিয়র ছিলেন তারা কিন্তু আমাকে সহযোগিতা করতেন, আমাকে অনুপ্রেরণা দিতেন। সবার সহযোগিতায়, দোয়া, ভালোবাসায় এবং আমার অনেক কষ্ট, সাধনার পর আমি আজকের অবস্থানে এসেছি। তো আমার যারা জুনিয়র, আমিও তাদের সহযোগিতা করতে চাই, ভালো গান করলে অনুপ্রেরণা দিতে চাই। রনির কণ্ঠ আমাকে মুগ্ধ করেছে। আমরা আত্মীয়। রনি আমাকে এত ভালোবাসে ও শ্রদ্ধা করে যে তার ভালোবাসার কাছে হার মানতে হয় আমাকে। যে কারণে আমরা এর আগেও একটি লালনগীতি একসঙ্গে গেয়েছি। আর এবার আমরা একসঙ্গে একটি মৌলিক গান গেয়েছি। আমি তো বলব, রনির কারণেই এই মৌলিক গানটি হলো। গানটির কথা ও সুর ভীষণ ভালো লাগার। আমার বিশ্বাস, এই গানে মুগ্ধ হবেন শ্রোতারা। রনির জন্য শুভ কামনা রইল। আর ডিসেম্বর-জানুয়ারিতে স্টেজ শোতে বাংলাদেশের নানা প্রান্তে শ্রোতা-দর্শকের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। কারণ স্টেজ শোতেই গান গাইতে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি।’ রনি বলেন, ‘সালমা আন্টিমণির কাছে আমি কৃতজ্ঞ। তার কারণেই মিলন হবে কত দিনে নতুন আঙ্গিকে শ্রোতা-দর্শকের সামনে তুলে ধরার সুযোগ হলো। আমার আপন মানুষ শিরোনামের মৌলিক গানটিও তার সঙ্গে গাইবার সুযোগ হলো। তিনি আমাকে এত ভালোবাসেন, স্নেহ করেন বলেই তার কাছেই আমার যত আবদার। আমি তো মনে করি, আন্টিমণি আছেন বলেই আমি একের পর এক গান প্রকাশ করার সাহস পাচ্ছি। আপন মানুষ শ্রোতা-দর্শকের ভালো লাগলেই আমাদের কষ্ট সার্থক হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close