বিনোদন প্রতিবেদক

  ১৩ নভেম্বর, ২০২৪

সৌদি চলচ্চিত্র উৎসবে মেহজাবীনের সিনেমা

মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’ একের পর এক ঘুরছে নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি উৎসবেও জায়গা করে নেয় ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় নির্মিত এই ছবির নতুন গন্তব্য এখন সৌদি আরব।

জানা গেছে, দেশটির রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে সিনেমাটি।

উৎসবটির চতুর্থ আসরে বিশ্বের ৮১টি দেশ থেকে এবার ১২০টি সিনেমা প্রদর্শনীর জন্য অফিশিয়ালি নির্বাচিত হয়। তার মধ্যে রয়েছে মেহজাবীনের ‘সাবা’। সৌদি আরবের জেদ্দায় উৎসবটি চলবে আগামী ৫ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ‘সাবা’র সৌদি আরব সফরের বিষয়টি এক ফেসবুক পোস্টে নিশ্চিত করেছে রেড সি। পরে সেই খবর নিজের ফেসবুক থেকে অনুরাগীদের জানান মেহজাবীন।

২০১৮ সালে নাটক-সিনেমা থেকে সাড়ে তিন দশকের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর সৌদি আরবের সিনেমা হলগুলোয় ক্রমাগত বাড়ছে দর্শকের ঢল। সিনেমার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। তিন বছর ধরে আয়োজন করা হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বিশ্বের খ্যাতিমান নির্মাতারা তাদের সিনেমা নিয়ে আসছেন উৎসবে। তবে আন্তর্জাতিক অঙ্গনে প্রদর্শিত হলেও ‘সাবা’ দেশে মুক্তি পাবে ২০২৫ সালে। মাকসুদ হোসেন পরিচালিত এই সিনেমায় মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close