বিনোদন ডেস্ক
এবার মিঠুন চক্রবর্তীকে হত্যার হুমকি
বলিউডের দুই সুপার স্টার শাহরুখ খান ও সালমান খানের পর এবার অভিনেতা মিঠুন চক্রবর্তীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। না হলে তার অবস্থা খারাপ হবে বলে ভিডিও বার্তা দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার শাহজাদ ভাট্টি। সম্প্রতি দুবাই থেকে দুটি ভিডিও প্রকাশ করেছে ভাট্টি।
প্রকাশিত ভিডিওতে মিঠুনকে বেলাগাম আক্রমণের পাশাপাশি নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মিঠুনকে। পাকিস্তানি গ্যাংস্টারের এমন হুমকি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই চারদিকে আলোচনা শুরু হয়েছে। তার অনুরাগীরা উদ্বিঘœ হয়ে পড়েছন।
গত ২৭ অক্টোবর বিজেপির এক জনসভায় অমিত শাহের উপস্থিতিতে ভাষণ দিচ্ছিলেন মিঠুন চক্রবর্তী। মুর্শিদাবাদের ভগবানগোলার বিধায়ক হুমায়ূন কবিরের এক মন্তব্য তুলে ধরেন মিঠুন। যেখানে সেই নেতাকে বলতে শোনা যায়, এখানে আমরা ৭০ শতাংশ মুসলিম। হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই মন্তব্যের পাল্টা মিঠুন বলেন, ‘এখানকার এক নেতা বলেছিলেন, হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম, মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন, বলেননি। কিন্তু আমি বলছি, তোমাকে তোমার মাটিতেই পুঁতে দেব’। বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সেই মন্তব্য তুলে ধরেই এবার ভিডিও বার্তায় তাকে হুমকি দিয়েছে পাকিস্তানের গ্যাংস্টার। ভিডিওতে ভট্টিকে বলতে শোনা গেছে, ‘তিনি (মিঠুন চক্রবর্তী) বলছেন মুসলিমদের কেটে মাটিতে পুঁতে দেব। মিঠুনবাবু আপনাকে ১০ থেকে ১৫ দিনের সময় দিলাম, এর মধ্যে ক্ষমা চেয়ে নেবেন। না হলে পস্তাবেন। মুসলিমরা আপনাকে সম্মান করে, তাদের সম্পর্কে এ ধরনের মন্তব্য সহ্য করা হবে না। আপনার এখন যা বয়স তাতে আপনার এমন বাজে বকা উচিত নয়। অবিলম্বে ক্ষমা চান। এটা সিনেমা নয় বাস্তব’। বলিউডে সাম্প্রতিক সময়ে একের পর হুমকি আসায় চিন্তিত হয়ে পড়েছেন ইন্ডাস্ট্রি-সংশ্লিষ্টরা। ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে একের পর এক খুনের হুমকি পাচ্ছেন। কয়েক দিন আগে একইভাবে খুনের শাহরুখ খানকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ তালিকায় এবার মিঠুন চক্রবর্তীর নাম যুক্ত হয়েছে।
"